স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সাফল্যে এসআইইউ’র শোভাযাত্রা

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সাফল্য উদযাপন করল সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাস থেকে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালী নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদের ডিন প্রফেসর মুয়ীজুর রহমান এর সভাপতিত্বে এবং প্রশাসন ও জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. মনির উদ্দিন বলেন, স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের অভিযাত্রায় বাংলাদেশ। মাথাপিছু আয়, মানব সম্পদ ও অর্থনৈতিক ভঙ্গুরতা তিনটি সূচকের দু’টিতে বাংলাদেশ উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশ উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার পথে। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পর ২০৪১ সালের মধ্যে স্বপ্নের উন্নত দেশের তালিকায় অন্তর্ভূক্তির লক্ষ্যে দৃঢ়ভাবেই এগিয়ে যাচ্ছি। সাথে সাথে বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রেও বর্তমান সরকারের নের্তৃত্বে যুগান্তকারী সাফল্য অর্জন করায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে অভিনন্দন জ্ঞাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ঋষি কেশ ঘোষ, রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী, উপ-গ্রন্থাগারিক মো. মোস্তফা কামাল, অর্থ পরিচালক সুশান্ত আচার্য্য, প্রক্টর প্রধান মাহবুব ইবনে সিরাজ, ইসিই বিভাগের বিভাগীয় প্রধান এক্রামুল ফারুক, ব্যবসায় প্রসাশন বিভাগের বিভাগীয় প্রধান আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, আইন বিভাগের বিভাগীয় প্রধান মো: হুমায়ুন কবির, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান খালেদ হোসাইন, পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ হাসান মাহমুদ সহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ বিভাগের অন্যান্য