শাবিতে সংঘর্ষ: মামলায় আসামি হলেন যারা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় মামলা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তারিকুল ইসলাম বাী হয়ে সিলেটের জালালাবাদ থানায় ওই মামলা করেছেন।
মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের বহিষ্কৃত নেতা আবু সাঈদ আকন্দ ও সাজিদুল ইসলামসহ ১০ জনের নাম উলেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ১০ জনকে আসামী করা হয়েছে। মামলায় আসামীরা হলেন, ছাত্রলীগের বহিষ্কৃত নেতা আবু সাঈদ আকন্দ, সাজিদুল ইসলাম সবুজ, সৈয়দ জুয়েম, আশরাফুল আলম অন্তু, দোলন আহমেদ, লক্ষণ চন্দ্র বর্মণ প্রমুখ।
উলেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাঈদ আকন্দ ও সাজিদুল ইসলাম সবুজের অনুসারীদের সঙ্গে সহ-সভাপতি তারিকুল ইসলামের অনুসারীর সংঘষ হয় মঙ্গলবার রাতে। এসময় আব্দল্লাহ রনি নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন।
এদিকে বুধবার দুপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্রীয় কমিটির সস্য আবু সাঈদ আকন্দ ও সাজিদুল ইসলাম সবুজকে স্থায়ী বহিষ্কারসহ শাখা ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।