শ্রীলঙ্কা যাচ্ছেন সাকিব, খেলতে পারেন কাল

নিদহাস ট্রফির ফাইনালে উঠার লড়াইয়ে শুক্রবার স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বুধবার ভারতের কাছে হারার পর এই ম্যাচটি হবে সিরিজে টিকে থাকার শেষ সুযোগ। দলের এই কঠিন অবস্থায় দলের সাথে যোগ দিতে আজই কলম্বো যাচ্ছেন চোটের কারণে দীর্ঘদিন দলের বাহিরে থাকা সাকিব আল হাসান। আঙুলের অবস্থা ভালো থাকলে কাল তাকে ২২ গজে আবারও দেখা যেতে পারে।

কয়েকদিন আগে উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া পাঠানো হয়েছিল সাকিবকে। অস্ট্রেলিয়া থেকে ফিরে এই দুই-তিন দিন কঠোর অনুশীলন করেন দেশ সেরা এই অলরাউন্ডার।

আঙুলের ইনজুরি অনেক দিন থেকে ভোগাচ্ছে বাংলাদেশের সেরা তারকা সাকিব আল হাসানকে। ঘরের মাঠে গত ২৭ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইনজুরি পড়েন এই তারকা। তারপর থেকে অনেক দিন দলের বাহিরে তিনি। নিদহাস ট্রফির প্রথম ম্যাচ গুলো মিস করলেও শেষের দিকে ফেরার কথা ছিল সাকিবের। কিন্তু আঙুলের চোট গুরুতর হওয়ার এই সিরিজেও দলে থাকতে পারেননি তিনি।

আগামীকালের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে যদি আঙুলের চোট নিয়ন্ত্রনে আসে তাহলে কাল তার মাঠে নামার সম্ভাবনা রয়েছে। তবে দলের কঠিন মুহূর্তে সতীর্থদের পাশে থাকার জন্যই মূলত আজ কলম্বো যাচ্ছেন।

এ বিভাগের অন্যান্য