আনজুমানে আল-ইসলাহ ইউ.কে. টাওয়ারহেমলেট শাখার কাউন্সিল সম্পন্ন।
ব্যাপক উৎসাহ উদ্দিপনা আর উৎসবমুখর পরিবেশে গত ১২ই মার্চ আনজুমানে আল-ইসলাহ ইউ.কে. টাওয়ারহেমলেট শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে ।
দারুল হাদিস লতিফিয়া লন্ডনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন আল ইসলাহ গ্রেটার লন্ডন ডিভিশন এর প্রেসিডেনট হাফিজ মাওলানা কয়েছ উজজামান, এবং বিশেষ অতিথি ও নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার লন্ডন ডিভিশন এর জেনারেল সেক্রেটারি জনাব মাওলানা মোহাম্মদ আবদুল কুদ্দুছ,
প্রেসিডেন্ট আলহাজ সিরাজুল ইসলাম: জেনারেল সেক্রেটারি আবদুল মুহিত: কোষাধ্যক্ষ মোহাম্মদ দেলওয়ার হোসেন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেম্বারশিপ সেক্রেটারি জনাব আবদুল জব্বার, ও এক্সিকিউটিভ মেম্বার জনাব মাওলানা আবুবকর মোহাম্মদ সিদ্দিক। আগামী তিন বছরের জন্য আল ইসলাহ টাওয়ার হ্যামলেট শাখার , আলহাজ সিরাজুল ইসলামকে প্রেসিডেনট, ও বিশিষ্ঠ ইসলামিক চিন্তাবিদ আবদুল মুহিতকে জেনারেল সেক্রেটারি ও মোহাম্মদ দেলওয়ার হোসেনকে কোষাধ্যক্ষ করে পনেরো সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।