সরকার কারিগরি শিক্ষায় অধিক গুরুত্ব দিচ্ছে

ড. নাজমান আরা খানুম
সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মত নাজমান আরা খানুম কর্মমূখী শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, ‘কারিগরি ও কর্মমূখী শিক্ষার মাধ্যমে শিক্ষিত ও বেকার যুবক-যুবতীদের দেশের সম্পদে পরিণত করা সম্ভব। বিভিন্ন খাতে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির কারণে কারিগরি ও কর্মমূখী শিক্ষায় মানুষ এখন আগের চেয়ে বেশি আগ্রহী। এ কারণে সরকার কারিগরি শিক্ষায় অধিক গুরুত্ব দিচ্ছে।’
তিনি বৃহস্পতিবার দুপুরে বেসরকারি প্রতিষ্ঠান রিচার্স ট্রেনিং এন্ড ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনাল (আরটিএমআই) এর উদ্যোগে সাস্থ্য বিষয়ক বিভিন্ন কোর্সের শিক্ষার্থীদের নবীণবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। নগরীর শাহী ঈদগাহে আরটিএম কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আহমদ আল কবির।
বিভাগীয় কমিশনার আরো বলেন, ‘নার্সিং ও মিডওয়াইফারি পেশার চাহিদা এখন বিশ^ব্যাপী। আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ ও সু-প্রশিক্ষিত কর্মীরা সাফল্যের সাথে কাজ করে দেশের সুনাম বৃদ্ধি করে যাচ্ছে। বর্তমান সরকারও এইখাতে দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহনের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও সকল সুযোগ সুবিধা প্রদান করছে। এর ফলে দেশে দিন দিন যেমনি বেকারত্বের সংখ্যা কমছে, অন্যদিকে বিভিন্নক্ষেত্রে কর্মসংস্থানের মাধ্যমে দেশের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের পাশাপাশি চলমান উন্নয়ন আরো বেগবান হচ্ছে।’
তিনি আরো বলেন, দেশে পুরুষের পাশাপাশি নারীরাও সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ করে নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও ক্ষমতায়নে নানা উদ্যোগ গ্রহন করায় নারীরা সর্বক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হচ্ছেন।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও উপ পরিচালক ড. এসএম ফরিদুল ইসলাম লতিফী। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন ঢাকা এর সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশা, আরটিএম এর নির্বাহী পরিচালক ড. আহমদ আল ওয়ালী, সিলেট স্টেশন ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ, সীমান্তিক সিেেলট এর পরিচালক আব্দুর রউফ তফাদার, আএইচটি এর পরিচালক দেবাশীষ রায়, সিলেট অনলাইন প্রেসক্লােেবর সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যন মুক্তিযোদ্ধা মুস্তাকিম হায়দার, শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন প্রমূখ।

এ বিভাগের অন্যান্য