ওসমানীনগরে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

সময় এখন নারীর উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবন ধারা” পতিপাদ্য নিয়ে সিলেটের ওসমানীনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসের যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ওসমানীনগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তানভীর হাসান রোমানের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত ফেরদৌসের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মইনুল হক চৌধুরী।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার চৌধুরী, ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল ও ব্রাক কর্মকর্তা ইলিয়াছ উদ্দিন প্রমূখ।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা শাহ সুলতান আহমদ, কৃষি কর্মকর্তা এসএম নাসিমুল ইসলাম, ভেটেনারী সার্জন সাহাদাত হোসেন, নির্বাচন কর্মকর্তা আবুল লায়েছ দুলাল, উপসহকারী প্রকৌশলী আলমগীর রেজা ও বিভিন্ন এনজিও’ কর্মকর্তা এবং বিভিন্ন সংগঠনের নারী নেত্রীরা।আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন মোস্তফা কামাল ও গীতা পাঠ করেন শুভ দাশ। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন রচনা করা হয়।

এ বিভাগের অন্যান্য