ডক্টরস ক্যাফের শুভ উদ্ভোধন
সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ২য় গেটের বিপরীত পাশে তরুণ উদ্যাক্তোরা ডক্টরস ক্যাফে নামে ব্যবসা প্রতিষ্ঠানের শুভ সূচনা হয়েছে সিলেটে । বৃহস্পতিবার ফিতা কেটে শুভ উদ্ভোধন করেন সিলেট মহানগর অাওয়ামীলীগের সহ-সভাপতি, ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর,বীর মুক্তিযোদ্ধা অাব্দুল খালিক,সিলেট জেলা অাওয়ামী স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক,জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ অারমান অাহমদ শিপলু সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি অাব্দুল বাসিত রুম্মান, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ অাবু্ল হাসনাত বুলবুল, সাবেক সহ-সম্পাদক জুবায়ের অাহমদ, সাবেক সদস্য দেলোয়ার হোসেন দিলাল, মহানগর ছাত্রলীগ নেতা সাইফুর রহমান সাইফুর। ডাঃ মানিক,ডাঃরনি,ডাঃশাফি ও মোঃ মাহমুদুল হাসান সোহনের যৌথ বিনিয়োগে এ প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।