বাধা পেরিয়ে এগোচ্ছে নারী
গ্উচ্চ মাধ্যমিক পাস করে বরিশাল বিএম কলেজে অনার্সে ভর্তি হন তাসনুভা। প্রথম বর্ষ পার না হতেই পরিবারের ইচ্ছায় বিয়ের পিঁড়িতে বসতে হয় তাকে। স্বামী, শ্বশুর-শাশুড়ি ঢাকায় বসবাস করেন। সেই সুবাদে তার ঠিকানা পাল্টে যায়। তবে পড়াশোনার তীব্র ইচ্ছা তাসনুভার। নানা প্রতিবন্ধকতা পার হয়ে অনার্স-মাস্টার্স শেষ করেন। একটি বেসরকারি ব্যাংকে কর্মজীবন শুরু করেন। অত্যন্ত দক্ষতার সঙ্গেই সংসার ও কর্মস্থল সামলে এগিয়ে যাচ্ছিলেন তিনি। তবে প্রথম সন্তান জন্মের পরই সব পাল্টে যেতে শুরু করে। অফিস-সন্তান-পরিবার সামলাতে গিয়ে তিনি হিমশিম খান। সন্তানের ‘ভালো’র জন্য চাকরি ছাড়ার প্রস্তাব দেন স্বামী। প্রথম দিকে রাজি না হলেও পরে বাধ্য হন চাকরি ছাড়তে। এখন দুই সন্তান আর সংসার সামলে দিন কাটে তাসনুভার। এভাবেই শিক্ষাজীবন শেষ করে সফলভাবে কর্মজীবন শুরু করেও নানা প্রতিবন্ধকতায় অনেক নারীকেই কর্মস্থল থেকে ছিটকে পড়তে হয়। প্রতিবন্ধকতা আসে বিভিন্ন দিক থেকে। পরিবার, সমাজ এবং কর্মক্ষেত্রে নারীকে প্রতিকূলতার মুখোমুখি হতে হয় প্রতিনিয়ত। এসব প্রতিবন্ধকতা পার হয়ে অধিকাংশ নারী এগিয়ে গেলেও কেউ কেউ পথ হারিয়ে ফেলেন। কর্মস্থল থেকে ঝরে গিয়ে হয়ে পড়েন ‘সংসারবন্দি’।
বিশ্নেষকরা বলছেন, সর্বত্রই নারীকে টিকে থাকতে হচ্ছে স্বীয় যোগ্যতায়। এখানে কেউ কাউকে করুণা করে না। নানা প্রতিবন্ধকতা পেরিয়েই নারীকে এগিয়ে যেতে হচ্ছে। এ ক্ষেত্রে নারীকে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে হবে। নারীর জন্য পরিবারের সমর্থন বড় ভূমিকা রাখে। কারণ, একটা পর্যায়ে পরিবারের সমর্থন ছাড়া কর্মস্থলে টিকে থাকা নারীদের জন্য কঠিন হয়ে পড়ে। পরিসংখ্যানে নারীর অগ্রযাত্রায় অনেক তথ্য থাকলেও প্রতিনিয়তই বন্ধুর পথ পাড়ি দিতে হচ্ছে তাদেরকে। আর এই পরিস্থিতিতেই বিশ্বের বিভিন্ন দেশের মতো আজ বাংলাদেশেও পালিত হবে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে সরকারি-বেসরকারি পর্যায়ে গৃহীত হয়েছে নানা কর্মসূচি।