পরিচ্ছন্ন সিলেট নগরী গড়তে শোভাযাত্রা
পরিচ্ছন্ন সিলেট মহানগরী গড়ার লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সিলেট বিভাগীয় প্রশাসন। সিলেট সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এসব কর্মসূচি পালিত হবে। এ লক্ষ্যে আজ বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি র্যালী বের করা হয়।র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে র্যালি শেষ হয়। র্যালিতে সরকারি বেসরকারি দপ্তর, রাজনৈতিক ব্যক্তি জনপ্রতিনিধি পেশাজীবী সংগঠন ও সুশিল সমাজের ব্যাক্তিবর্গ অংশ গ্রহণ করেন।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার এর পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ,জেলা স্কাউট এর সাধারন সম্পাদক মোবাশ্বির আলী প্রমুখ।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজম খান, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাকারিয়া সিলেট জেলা প্রশাসনের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবজিৎ সিংহ,তথ্য অধিদপ্তরের উপপরিচালক জুলিয়া জেসমিন মিলি, সিটি কর্পোরেশনের সচিব বদরুল হক প্রমূখ।সমাপনী বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোসাম্মৎ নাজমানারা খানুম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশের দিকে এগিয়ে যাচ্ছে। সুখী সমৃদ্ধ রাষ্ট্রে পারিস্কার পরিচ্ছন্নতা একটি অন্যতম সুচক। এ জন্য প্রয়োজন নৈতিক ও সামাজিক মূল্যবোধের। তেমনি খারাপ অভ্যাসগুলো পরিহার করতে হবে। বিভাগীয় কমিশনার বলেন, পরিচ্ছন্নত মহানগরী গড়তে এ ব্যাপারে গণসচেতনতা বৃদ্ধি এবং মানসিকতার পরিবর্তন করতে হবে।যত্রতত্র ময়লা ফেলা বন্ধ, বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে জনগণের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ এবং আন্তরিক সহযোগিতার আহবান জানান তিনি। সমাবেশ শেষে পরিচ্ছন্ন সিলেট মহানগরী গড়তে জনচেতনতা সৃষ্টি করতে শহীদ মিনার থেকে এসএমপির নির্ধারিত রুটে ১২টি পিকআপ প্রচারণায় অংশ নিতে বের হয়। স্কাউট/রোভার স্কাউটবৃন্দ পিকআপে আরোহন করে নির্ধারিত রোডে নগর প্রদক্ষিন করে। ।