ভারতীয় কিউরেটর আনছে বিসিবি
নতুন কিউরেটর আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে ঢাকায় এসে সাক্ষাৎকার দিয়ে গেছেন ভারতীয় কিউরেটর প্রবীণ হিঙ্গনিকার। সবকিছু ঠিক থাকলে কিছু দিনের মধ্যে প্রবীণ বিসিবিতে যোগ দেবেন বলে জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
বাংলাদেশের প্রধান দুই ভেন্যুর আউটফিল্ড ও উইকেট নিয়ে সম্প্রতি বেশ অস্বস্তিতে আছে বিসিবি। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের পর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের আউটফিল্ডকে ‘বাজে’ আখ্যা দিয়েছিল আইসিসি। পাশাপাশি মিরপুর স্টেডিয়ামের নামের পাশে যোগ হয় দুটি ডিমেরিট পয়েন্ট।
এ বছর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর ‘গড়পড়তার চেয়ে খারাপ’ তকমা পায় মিরপুরের উইকেট। তার আগে লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটও পায় একই তকমা। দুই ভেন্যুর নামের পাশেই যোগ হয় একটি করে ডিমেরিট পয়েন্ট। মিরপুরের আউটফিল্ড ও উইকেট নিয়ে সমালোচনার মুখে আছেন শ্রীলঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভাও।
নতুন কিউরেটর নিয়োগ নিয়ে আজ মিরপুরে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা কিউরেটর নিয়োগের একটা প্রক্রিয়ার মধ্যে আছি। গামিনি আমাদের সাথে অনেক দিন ধরে আছে। তার বাইরেও আরো দুই-একজন কিউরেটর বাইরে থেকে আনার পরিকল্পনা আমাদের আছে। তারই ধারাবাহিকতায় আপনারা ইতিমধ্যে জেনেছেন একজন কিউরেটর (প্রবীণ হিঙ্গনিকার) এসে আমাদের সঙ্গে দেখা করেছেন। যদি সবকিছু ঠিক থাকে তাহলে উনি খুব শিগগিরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যোগ দেবেন।’
তবে প্রবীণ যোগ দিলে তাকে কোন ভেন্যুর দায়িত্ব দেওয়া হবে, সেটা এখনো জানায়নি বিসিবি। প্রবীণ এর আগে নাগপুরের ভিদারভা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের কিউরেটর ছিলেন।