মুহিবুর রহমান ফাউন্ডেশনের সুহৃদ বন্ধন আগামিকাল মঙ্গলবার
সিলেটে মুহিবুর রহমান ফাউন্ডেশনের সবচেয়ে বড় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সুহৃদ বন্ধন আগামিকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে । এ উৎসবকে সামনে রেখে শিক্ষক, শিক্ষার্থী, অভিাবকসহ সংশ্লিষ্টরা সুহৃদ বন্ধনের জন্য উন্মোখ হয়ে আছে। দীর্ঘ্য ১৫ যাবত প্রতিদিন শিক্ষার্থীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আগামিকাল মঙ্গলবার সকাল ৮টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। এ উপলক্ষ্যে মুহিবুর রহমান ফাউন্ডেশনের চার শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় সহস্রাধিক রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। এ ছাড়া, উদ্বোধনী অনুষ্ঠানের সকল প্রস্তুতিগ্রহণ করা হয়েছে। সিলেট মুহিবুর রহমান ফাউন্ডেশনর সহযোগী প্রতিষ্টান সিলেট কমার্স কলেজ, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, মুহিবুর রহমান একাডেমি, ইডেন গার্ডেন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে অংশ নিচ্ছে। শিক্ষার্থীদের উদ্বোধনী অনুষ্ঠানের দিন সকাল ৮টায় স্ব স্ব ক্যাম্পাস থেকে অনুষ্ঠানস্থলে পৌছার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, প্রতিবছর এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে এবং উৎসবটি ইতোমধ্যে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, সৃজনশীলতায় ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। আগামিকাল মঙ্গলবার অনুষ্ঠান উদ্বোধন হবে সকাল ৯টা, জাতীয় সংগীত, কলেজ সংগীত, দেশাত্মবোধক সংগীত, আবৃত্তি, নৃত্য, নাটিকাসহ অন্যান্য পরিবেশনা- সকাল ৯টা থেকে ১টা ৪০ মিনিট। এ ছাড়া রয়েছে মধ্যাহ্ন ভোজ ১ :৪৫ মিনিট। শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথি শিল্পীদের পরিবেশনা (যেমন খুশি তেমন সাজ) বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। বিশেষ আকর্ষণ হিসেবে গান পরিবেশন করবেন দেশের স্বনামধন্য কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাসসহ আরো অনেকে।
এ ছাড়া অনুষ্ঠানে থাকছে নতুন নতুন প্রতিযোগিতার সমাহার। অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগীতা কামনা করছেন সুহৃদ বন্ধন উদযাপন পরিষদের সমন্বয়ক সিলেট কমার্স কলেজের রেক্টর শামসুর রহমান।