সুন্দর আগামির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মুহিবুর রহমান ফাউন্ডেশনের “সুহৃদ বন্ধন” সম্পন্ন।

মবরুর আহমদ সাজু:

সুন্দর আগামির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মুহিবুর রহমান ফাউন্ডেশনের “সুহৃদ বন্ধন” সম্পন্ন।

সুন্দর আগামির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মুহিবুর রহমান ফাউন্ডেশনের “সুহৃদ বন্ধন” সম্পন্ন হয়েছে, সিলেটে হাজারো শিক্ষার্থী,অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত হলো মুহিবুর রহমান ফাউন্ডেশনে শিক্ষা উদ্যোগের বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠান “সুহৃদ বন্ধন” এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুহিবুর রহমান ফাউন্ডেশনের চারটি শিক্ষা প্রতিষ্ঠান । সিলেট কমার্স কলেজ, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ মুহিবুর রহমান একাডেমি,ইডেন গার্ডেন স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। মঙ্গলবার সকাল ১০টায় সিলেট আর্ন্তজাতিক স্টেডিয়ামে ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ঠ শিক্ষাবিদ অধ্যাপক মো. মুহিবুর রহমানের সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানান উদ্বোধন করেন মদন মোহন কলেজের অধ্যক্ষ বিশিষ্ঠ শিক্ষাবিদ ড.আবুল ফতেহ ফাত্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন আজকের বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছে মুহিবুর রহমান ফাউন্ডেশন দেশের ব্যাতিক্রমধর্মী শিক্ষা উদ্যোগের অন্যতম একটি প্রতিষ্ঠান। কয়েক বছর আগে এ্ ফাউন্ডেশন সিলেটে শিক্ষাক্ষেত্রে স্বপ্ন পূরনের অঙ্গিকার নিয়ে যাত্রা শৃুরু করে,বিধায় বাস্তবতার সাথে স্বপ্ন দেখে ও স্বপ্ন দেখায় । আজকের নবীন প্রজন্মকে পড়ালেখার পাশাপাশি সৃজনশীল বস্তুনিষ্ঠতার মধ্যদিয়ে খেলাধুলা ও বিনোদনের প্রতি ছাত্র-ছাত্রীদের আগ্রহী করে তুলতে হবে। প্রতিবছরের ন্যায় আবারো দিন ব্যাপী ব্যাতিক্রমধর্মী অনুষ্ঠান আয়োজন হয়েছে উল্লেখ করে তিনি বলেন সুন্দর আগামির প্রত্যাশায় এদেশকে আজকের নবীন প্রজন্মরা এগিয়ে নিতে হবে। আমাদের মাতৃভাষার প্রতি মাতৃভুমির প্রতি ভলোবাসার পড়শ রেখে সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে সকলের প্রতি আহবান জানান। এসময় মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, সিলেট কমার্স কলেজের রেক্টর শামসুর রহমান কমার্স কলেজের অধ্যক্ষ ড. মোস্তাক আহমদ দীন,সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ ম,ম, রহমান বুলবুল,একাডেমির রেক্টর সালমা রহমান একাডেমির প্রিন্সিপাল মো. নুরুল ইসলাম,ইডেন গার্ডেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো,ইয়াহইয়া আহমদ দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, সিলেট ইন্টার ন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রণব কান্তিদেব প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সাংবাদিক,সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বক্তারা বলেন মুহিবুর রহামান তরুন প্রজন্মর একজন দিকপাল তার মতো একজন মানুষ এই সময়ে শিক্ষার ক্ষেত্রে বড় প্রয়োজন অতি স্বল্প সময়ে সিলেট কমার্স কলেজ সিলেট বিজ্ঞান কলেজ ও মুহিবুর রহমান একাডেমি শিক্ষা বোর্ডের প্রথম স্থান সহ প্রতি বছরই বোর্ডের সেরা দশের মধ্যে স্থান করে নিয়ে থাকে। এছাড়াও শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে উৎসাহ প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছরের এই বর্ণাঢ্য আয়োজন কলেজের শিক্ষার্থীসহ অতিথিদের মন জয় করে এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে। কলেজের ও একাডেমির শিক্ষার্থীরা শুধু লেখাপড়ায় পারদর্শী নয় তারা সাংস্কৃতিক অঙ্গণের অনেক দূর এগিয়ে যাবেন বলে বক্তারা আশা প্রকাশ করেন। সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের প্রভাষক আফজাল হোসাইন ও একাডেমির শিক্ষিকা হৃদি ফারহাত এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত, কলেজ সঙ্গীত, দেশের গান, নাটক, টক শো, ফ্যাশন শো, নৃত্য পরিবেশন করেন কলেজের শিক্ষার্থীরা এছাড়াও অতিথি দেশ সেরা শিল্পী নুকুল কুমার বিশ্বাস অনুষ্টানে প্রানবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন। ফাগুনের ভালোবাসামাখা বসন্তের রঙ্গিন প্রকৃতিতে ছেলেমেয়েদের উল্লাাসে দিনব্যাপী হাজার হাজার দর্শক বাড়ন্ত বসন্তের প্রকৃতিতে উপভোগ করেন এবং সকলেই সুন্দর দেশ সমাজ গড়ার অঙ্গিকার করেন। সুন্দর আগামির প্রত্যয়ে দিনভর শিার্থীদের হৈ হুল্লোড় আর আনন্দে মেতে উঠে পুরো আর্ন্তজাতিক স্টেডিয়াম নিজ শিক্ষা প্রতিষ্ঠানের এতো বড় পরিসরে সুহৃদ বন্ধনটি যেন পরিনত হয় মিলন মেলায়। অংগ্রহণকারী চারশিক্ষা প্রতিষ্ঠানকে প্রতিযোগীতার মাধ্যমে সেরাদের সেরা পরিচয় দেওয়ার চেষ্ঠা করেন শিক্ষার্থীরা। আড্ডা, কৌতুক, মঞ্চ নাটক আর শিার্থীদের গান বাঁজনায় বন্ধনটি রূপ নেয় উৎসবে। প্রাণবন্ত এই উৎসব উপভোগ করেছেন আগত অভিভাবক, সাংবাদিক,সাহিত্যিক সাংস্কৃতিকব্যক্তিত্বসহ বিশিষ্টজনেরা । দুপুরের খাবারের পর স্থানীয় ও ঢাকা থেকে আগত অতিথি শিল্পীদো নিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীরা হাসলেন, হাসালেন এবং একে অপরকে উপহার দিলেন ’হৃদয়ের বন্ধন’ যা চিরো স্মরনীয় হয়ে থাকবে প্রতিটা শিক্ষার্থীর মাঝে। শান্তি ও শৃঙ্খলার মধ্যদিয়ে সুহৃদ বন্ধনটি অনুষ্ঠিত করায় শিক্ষক -শিার্থীদের ধন্যবাদ জানিয়েছেন অনুষ্ঠান শেষে ‘মুহিবুর রহমান ফাউন্ডেশনের’ চেয়ারম্যান মো.মুহিবুর রহমান। সবশেষে রাতে র‌্যাফেল ড্র’ এর মধ্যদিয়ে সমাপ্ত ঘোষনা করা হয় মুহিবুর রহমান ফাউন্ডেশনের ‘সুহৃদ বন্ধন’। সকাল থেকে পুরো অনুষ্ঠানটি সিলেট ক্যাবল সিস্টেম (এসিএস) সরাসরি সম্প্রাচার করে।

এ বিভাগের অন্যান্য