সিলেটে ‘স্বপ্নের ট্ঙ্গুীপাড়া ও নীল জোছনা বইয়ের প্রকাশনা উৎসব

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেকে একটি জায়গায়ই  তাঁর সৃষ্টিশীলতার আলো ছড়িয়েছেন সব ক্ষেত্রে

———-মিসবাহ উদ্দিন সিরাজ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে  নিবেদিত ‘স্বপ্নের ট্ঙ্গুীপাড়া ও অপর গ্রন্থ নীল জোছনা  বইয়ের প্রকাশনা উৎসবে বক্তারা বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম শুনলেই মনের মধ্যে একটি সার্বভৌমত্বের ছবি ভেসে ওঠে, যা শুধু একটি বিশেষ ভৌগোলিক সার্বভৌমত্বই নয়, এই সার্বভৌমত্ব সব ক্ষেত্রের, সব বিষয়ের। তিনি একটি দেশের স্থপতি। একজন মহান জননেতার এর চেয়ে মহৎ কৃতি আর হতে পারে না। পৃথিবীতে খুব কম রাজনীতিবিদেরই এই বিরল কৃতিত্ব রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, শেখ মুজিবুর রহমান নিজেকে ওই একটি জায়গায়ই আটকে রাখেননি তিনি তাঁর সৃষ্টিশীলতার আলো ছড়িয়েছেন সব ক্ষেত্রে। অমর একুশে গ্রন্থমেলায় সিলেটের তরুণ  কবি ও লেখক  বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলার সাবেক  শিক্ষা বিষয়ক সম্পাদক মওদুদ আহমদ আকাশ এর প্রথম গ্রন্থদ্বয় স্বপ্নের ট্ঙ্গুীপাড়া ও নীল জোছনার  প্রকাশনা উৎসব ও আলোচনা সভা গতকাল রবিবার বিকেল ৫টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট এমসি কলেজের অধ্যক্ষ. প্রফেসর নিতাই চন্দ্র চন্দ ,সিলেট এমসি কলেজের রাষ্ঠ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর শামীমা চৌধুরীর সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী আতাউর রহমান, সিলেট ল কলেজের অধ্যক্ষ সৈয়দ মহসীন আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক কবি ও লেখক জগলুল চৌধুরী, দক্ষিণ সুরমা কলেজের প্রভাষক খালেদ মাসুদো পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যর মাঝে এসময়  বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা সমাজ সেবা অফিসের অফিসার নাজমা চৌ:, জগদীশপুর সরকারী স্কুলের শিক্ষক সেলিনা চৌধুরী, ও গ্রন্থের লেখক, মওদুদ আহমদ আকাশ প্রমুখ:  এছাড়া  উক্ত অনুষ্ঠানে শাবিপ্রবি সিলেট এমসি, কলেজ সিলেট সরকারী কলেজের নেতৃবৃন্দ অনুষ্ঠানে  উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন  ছাত্রলীগ শুধু ছাত্র রাজনীতি করে না শিক্ষা সাহিত্য সংস্কৃতিতে অনেক উদাহরন। বঙ্গবন্ধুর আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে  আজকের সকল তরুণ সমাজ  একযুগে কাজ করতে হবে।  গ্রন্থদ্বয় স্বপ্নের ট্ঙ্গুীপাড়া ও নীল জোছনার সমালোচনা করে প্রধান অতিথি মিসবাহ উদ্দিন সিরাজ আরো বলেন বঙ্গবন্ধু জাতিকে সচেতন, জাগ্রত ও ঐক্যবদ্ধ করেছিলেন। নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন। সঠিক লক্ষ্যে পৌঁছাতে তিনি দিক নির্দেশনা ও দিয়েছিলেন। বঙ্গবন্ধু শোষণ-নিপীড়নমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। সে লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে সকলকে নিবেদিত প্রাণ হয়ে একযুগে কাজ করতে হবে।  অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠকরা হয়।

 

এ বিভাগের অন্যান্য