একুশে পদক পাচ্ছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন
নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন একুশে পদক ২০১৮ এ মনোনিত হওয়ায় তাকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এক সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার দিবাগত রাতে তিনি লন্ডনে পৌছেন।
বিমানবন্দরে পৌছলে তাকে শুভেচ্ছা জানান নিসচা যুক্তরাজ্যের প্রধান উপদেষ্টা গোলাম কিবরিয়া, সভাপতি সেলিম আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম জামাল, যুব সম্পাদিকা ইসরাত জাহান ইমা, সাংস্কৃতিক সম্পাদিকা রুকসানা হাসি সোনিয়া, ফারজানা চৌধুরী, আর্শিয়া প্রমুখ।
উলেখ্য, এবছর একুশে পদক পাচ্ছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। গত বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয় পদকের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে। সেখানে উলেখ করা হয় সমাজসেবায় গৌরবময় অবদান ও কীর্তির স্বীকৃতিস্বরূপ সম্মানজনক এই পদক পাচ্ছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। আগামী ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব একুশে পদকপ্রাপ্তদের সঙ্গে তার হাতেও এ পদক তুলে দেবেন।