মুহিবুর রহমান একাডেমিতে বই হাতে শিশুরা উচ্ছ্বসিত 

 

মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মো.মুহিবুর রহমান বলেছেন আমাদের নতুন প্রজন্মকে কেবল শিক্ষিত করে তুললেই হবে না, তারা যেন মাদক বা জঙ্গিবাদের মতো সর্বনাশা কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে সেদিকে অভিভাবকদের আরও সর্তকহতে হবে। কোনো পরিবারে যদি একটি সন্তান মাদকাসক্ত হয় তাহলে সেই পরিবারে আর কোনো শান্তি থাকে না। সেই পরিবার সামাজিকভাবে নিগৃহীত হয়। তাই সন্তানদের সময় দিতে হবে। তাদের চাল-চলন, আচার-আচরণের প্রতি সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে। তবেই তাদের আমরা ২০৪১ সালের বাংলাদেশের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো। সোমবার সকালে নগরীর দরগামহল্লাস্থ মুহিবুর রহমান একাডেমি  ক্যাম্পাসে বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুহিবুর রহমান একাডেমির প্রিন্সিপাল মো. নুরুল ইসলামের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল মো, ইনঞ্জিয়িার মিজানুর রহমানের পরিচালনায়  অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ অনুষ্ঠানে অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন- স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ  পরে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে  দেয়া হয়

এ বিভাগের অন্যান্য