মৌলভীবাজার‘জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল কাপ
মৌলভীবাজার‘জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল কাপ
জিয়াউল ইসলাম:
মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে অনুষ্টিত ‘জেলা প্রশাসক গোল্ড কাপ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট’র ২য় সেমিফাইনাই খেলায় ১ -০ গোলের ব্যবধানে জুড়ী উপজেলাকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে বড়লেখা উপজেলা ফুটবল দল।গতকাল ১৭-১০-২০১৭ ঈঃ মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে উভয় দলই তাদের সেরা ক্রিড়া নৈপুণ্য উপহার দেন। খেলার প্রথমার্ধে গোল শূন্য অবস্হায় উভয় দল বিরতিতে যায়, বিরতি থেকে ফেরার পর প্রতিপক্ষ টিমকে অনেকটা চেপেধরে বড়লেখা উপজেলা ফুটবল টিম এবং সুফল ও আসে। খেলার ৬০মিনিটে বিদেশী খেলোয়াড় ওয়ালির পা থেকে চমৎকার একটি গোল আসে এবং ১-০ গোলের ব্যবধানে খেলার নির্ধারিত সময় শেষ হয়।
ম্যাচের পুরো সময় আক্রমন-পাল্টা আক্রমনে খেলায় তীব্র উত্তেজনা বিরাজমান ছিল। শেষ পর্যন্ত বিজয়ী হয়েই মাঠ ছাড়ে বড়লেখা উপজেলা ফুটবল দলের খেলোয়াড়রা।
এদিকে বিজয়ী বড়লেখা উপজেলা ফুটবল দলেল খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন মহলের নেতৃবৃন্দ এবং শিরোপা জয়ের অপেক্ষায়।খেলা শেষে বড়লেখা উপজেলা ফুটবল দলের অধিনয়ক খালেদ সাইফের অনুভূতি জানতে চাইলে তিনি বড়লেখা উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক তুখোড় ফুটবলার জনাব আব্দুল আহাদ সাহেবকে ধন্যবাদ জানান এরকম একটি দল সাজানোর জনন্য এবংতাকে দলনেতা মনোনীত করার জন্য; পাশাপাশি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন,শ্রীমঙল ফুটবল একাডেমির কোচ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক সদস্য জনাব একরামুর রানার।তিনি বলেন আজকের বড়লেখা ফুটবল টিমের ৭জন প্লেয়ার -খালেদ সাইফ(অধিনায়ক) সালেহ,নাহিদ সাইফ,জনি,সামির সাকি,দেলোয়ার, হাসান শ্রীমঙ্ল ফুটবল একাডেমি থেকে রানা স্যারের অক্লান্ত মেহনতে গড়ে উঠেছেন। পরিশেষে তিনি খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট,দর্শক ও শুভাকাঙ্খিদের ধন্যবাদ জনান এবং আগামী ২১-১০-২০১৭ঈ.তারিখে ফাইনাল খেলা দেখার আমন্ত্রণ জানান ।