জাতিসংঘ দিবস উপলক্ষে সিলেটে আলোচনা সভা
জাতিসংঘ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে মঙ্গলবার সিলেট নগরীর একটি রেস্টুরেন্টের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরিষদের সহ সভাপতি সাংবাদিক এম এ হান্নানের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রোটারিয়ান আসাদুজ্জামান, পরিষদের সভাপতি আলহাজ্ব এম এ রকিব, সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী এনামুল লিলু, সহ সভাপতি যাদুশিল্পী বেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক জাবেদ আহমদ, সাংবাদিক খালেদ মিয়া, আলাফর খান, আশিকুর রহমান রব্বানী, শাহ আলম, ইউসুফ সেলু, হুমায়ুন রশীদ শাহীন প্রমুখ।