অনলাইনে মুক্ত ‘ঢাকা অ্যাটাক’-এর আইটেম গান ‘টিকাটুলি’
দুই বন্ধু মতিন চৌধুরী ও শাহীন কামাল মিলে ২০১০ সালে তৈরি করেন গান ‘টিকাটুলি’। খেয়ালের বশে বানানো গানটি ‘জীবন হলো সিগারেটের ছাই’ নামের একটি অ্যালবামেও ঠাঁই পেয়েছিল গানটি। তারপর থেকেই তুমুল জনপ্রিয়তা প্রায় এ গানটি। জনপ্রিয় এ গানটি ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রে আইটেম নাম্বার হিসেবে ব্যবহার করেন।
মুক্তির দ্বিতীয় সপ্তাহ পার হতে না হতেই ‘ঢাকা অ্যাটাক’ ছবির নামে পাশে সুপারহিটের তকমা লেগেছে। বর্তমানে ১২৭ টি হলে ছবিটি দাপিয়ে ব্যবসা করছে। ছবিটির অন্যতম আকর্ষণ ‘টিকাটুলির’ শিরোনামের জনপ্রিয় গানটি। নতুন করে রেকর্ডিং করে গানটি ব্যবহার করা হয়েছে এই ছবিতে।
আইটেম গানের আদলে নির্মিত গানটির মনোমুগ্ধকর কোরিওগ্রাফি হলে দর্শকের মন কেড়ে নিয়েছে। গতকাল ‘ঢাকা অ্যাটাক’ ছবির এই আইটেম গানের পুরো ভিডিও প্রকাশিত হয়েছে ইউটিউবে। প্রকাশের একদিন পার না হতেই ভিডিওটি দেখা হয়েছে তিন লক্ষবার।
ছবি মুক্তির আগে এর লিরিক্যাল ভিডিও প্রকাশ হয়েছিল। ছবিতে মতিন চৌধুরীর গাওয়া জনপ্রিয় এ গানটি নতুন করে সুর ও সংগীতায়োজন করা হয়েছে। পরিবর্তন করা হয়েছে গানের কথার কিছু অংশও। তবে নতুন গানটিতেও কণ্ঠ দিয়েছেন মতিন চৌধুরী। সুর শাহীন কামাল। গানটির কোরিওগ্রাফি করেছেন তানজিল আলম।
নতুনরূপে গানটির সংগীতায়োজন করেছেন ডিজে রাহাত ও মীর মাসুম। কথা লিখেছেন মতিন চৌধুরী ও মামুন আকন্দ। গানটির সঙ্গে নেচেছেন চিত্রনায়িকা মিমো ও নবাগত চিত্রনায়ক সাঞ্জু জনকে। ছবির গল্পের সঙ্গে মিল রেখে গানটি তৈরি হয়েছে। তাই গানের কিছু অংশে দেখা যাবে মাহি, আরিফিন শুভ ও এবিএম সুমনকেও।