ছাত্রলীগকর্মী ওমর হত্যা: ১৫ জনের বিরুদ্ধে মামলা
সিলেটে ছাত্রলীগকর্মী ওমর মিয়াদ হত্যার ঘটনায় সংগঠনটির জেলার সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শাহপরাণ থানার ওসি আক্তার হোসেন জানান, বুধবার রাতে নিহতের বাবা আখলু মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
সোমবার বিকালে নগরীর টিলাগড়ে অভ্যন্তরীণ কোন্দলের জেরে অতর্কিত ছুরি হামলায় আহত হন ছাত্রলীগকর্মী ওমর মিয়াদ। এ সময় আরও একছাত্রলীগ কর্মী আহত হন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ওমরের মৃত্যু হয়।
ওসি জানান, এ মামলায় ছাত্রলীগ নেতা সম্পাদক রায়হান চৌধুরী, ছাত্রলীগকর্মী তোফায়েল আহমদ ও তার ভাই ফখরুল ইসলামসহ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।
বুধবার ভোরে ঢাকা থেকে তোফায়েল আহমদকে এবং সোমবার তোফায়েলের ভাই ফখরুল ইসলামকে আটক করে পুলিশ।