সিলেটে লাক্কাতুরায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
সিলেটের সময় ডেস্ক :
সিলেট মহানগরীর লাক্কাতুরায় এলাকায় সবুজ সংঘ গলিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আতাউর রহমান (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।সোমবার (৩১ জুলাই) ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত যুবক কিশোরগঞ্জ জেলার খয়ারপুর এলাকার জিতু মিয়ার ছেলে।বর্তমানে নগরীর কুয়ারপার সিটি আবাসিক এলাকার সিকান্দার মিয়ার বাসার ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মঈন উদ্দিন শিপন।
তিনি জানিয়েছেন, সকালে লাক্কাতুরা সবুজ সংঘ গলিতে একজন আহত অবস্থায় পরে আছে এমন খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে তিনি বলেন, আতাউর রহমানের শরীরের দুইটি আঘাত গুরুতর, ধারণা করা হচ্ছে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে তাকে।
মঈন উদ্দিন শিপন আরও বলেন, বর্তমানে তার মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে রাখা আছে। এখনো কেউ কোনো অভিযোগ করেনি। পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে পুলিশ বিষয়টি নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে বলেও জানান তিনি।