গাজীপুরে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড: নিহতের সংখ্যা বেড়ে ৪
নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুর উপজেলায় স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।
বুধবার ভোর ৪টার দিকে ওই কারখানার ধ্বংসস্তূপ থেকে তিনটি পোড়া লাশ উদ্ধার করা হয়।
তার আগে রাতে কারখানার গুদামের টয়লেট থেকে এক নিরাপত্তাকর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান বলেন, ভোরে যে তিনজনের লাশ আমরা পেয়েছি, সেগুলো পুড়ে অঙ্গার হয়ে গেছে, শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলার নয়নপুরের ফরিদপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ‘অটো স্পিনিং লিমিটেড’ নামের ওই কারখানার তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়।
প্রথমে শ্রীপুর ফায়ার স্টেশন থেকে দুইটি এবং ভালুকা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেন। পরে আশপাশের আরও কয়েকটি ফায়ার স্টেশন থেকেও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। গভীর রাতে আগুন নেভানোর পর শুরু হয় উদ্ধার অভিযান।