জকিগঞ্জে ভোট কেন্দ্রে সংঘর্ষ, পুলিশের গুলি
জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের তিরাশী গ্রামের ভোট কেন্দ্রে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে ও ব্যালট পেপার ছিনতাইকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় হামলার শিকার হয়েছেন দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭ রাউন্ড পিস্তলের গুলি ও ১৩ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। এতে অন্তত পক্ষে ২০/২৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে।
জানাগেছে, বিকেল ৩টার দিকে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে ভাইস চেয়ারম্যান প্রার্থী সজল কুমার সিংহ ও মাওলানা আব্দুস সবুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে দুই প্রার্থীর সমর্থকরা ভোট কেন্দ্রে দায়িত্বরতদের উপর হামলা চালিয়ে ব্যালট ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
এ ব্যপারে জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানিয়েছেন, জাল ভোটকে কেন্দ্র করে ব্যালট ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭ রাউন্ড পিস্তলের গুলি ও ১৩ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
তিরাশী ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা নিরঞ্জন পালের সাথে এ নিয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভোট সেন্টারের পরিস্থিতি খারাপ। এখনই তিনি বিস্তারিত কিছু বলতে পারবেন না।