বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তিকারী সিলেট শিক্ষা বোর্ডের
সেকশন অফিসার সাইফুলের শাস্তির দাবিতে মানববন্ধন
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি এবং সরকার বিরোধী বিভিন্ন কার্যক্রমে লিপ্ত থাকা সিলেট শিক্ষা বোর্ডের সেকশন অফিসার সাইফুল ইসলামের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের দাবিতে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে রবিবার (১৭ মার্চ) দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন সিলেট জেলা শাখার সভাপতি আল-আমিন এর সভাপতিত্বে ও মহানগর শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পংকজ পুরয়কাস্থ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবলীগ নেতা আজাদুর রহমান চঞ্চল, এম.সি কলেজ ছাত্রলীগ নেতা টিটু চৌধুরী, জেলা যুবলীগের নেতা জাকির আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের উপ-দপ্তর বিষয়ক সম্পাদক রাফিউল করীম মাসুম প্রমুখ।
এছাড়াও সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।