বিশ্বনাথের দশঘর ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে নৌকায় ভোট চাইলেন শফিক চৌধুরী
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা সর্বস্তরের মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিতের প্রতীক। তাই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো দেশবাসী আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করবেন। আর নৌকার বিজয় সুনিশ্চিত করার জন্য তৃণমূল আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রত্যেকটি গ্রামের ঘরে ঘরে গিয়ে প্রত্যেক ভোটারসহ সাধারণ জনগণের সামনে সরকারের বাস্তবায়িত উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বঙ্গবন্ধুর নৌকায় ভোট চাইতে হবে আমাদেরকে।
৫ম উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য নৌকার মাঝি এস এম নুনু মিয়ার ‘নৌকা প্রতীকের’ সমর্থনে উপজেলার দশঘর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত পৃথক জনসভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। বিভিন্ন ওয়ার্ডের সভাপতির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের পরিচালনায় সভাগুলো অনুষ্ঠিত হয়।
প্রধান বক্তার বক্তব্যে নৌকার মাঝি এস এম নুনু মিয়া বলেন, উপজেলাবাসীর ভোটে নৌকা বিজয়ী হলে সততা, নিষ্ঠা, সচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়িত হবে বিশ্বনাথ উপজেলা পরিষদের সকল উন্নয়নমূলক কর্মকান্ড। বিশ্বনাথে নৌকার বিজয়ে বাস্তবায়িত হবে উপজেলা পরিষদের নির্দিস্ট বরাদ্ধের পাশাপাশি আরো মেঘা মেঘা উন্নয়নমূলক প্রকল্প। আর তা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, কাজের মাধ্যমে শতভাগ প্রমান দিব। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষ নিজেদের প্রাপ্য অধিকার পাবেন ও দেশ উন্নয়নের দিকেই এগিয়ে যাবে।
সভাগুলোতে সভাপতিত্ব করে আওয়ামী লীগ নেতা আকবর আলী, নুনু মিয়া, তৈয়ব আলী, শামছুল ইসলাম সমুজ, আবদুর রহমান ও পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা বাবুল মিয়া, উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল, শহীদুজ্জামান সেলন, রুবেল মিয়া, দশঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুহিত চৌধুরী, দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুহসিনুর রহমান। কোরআন তেলাওয়াত করেন যুবলীগ নেতা শেখ আলমগীর, আবদুল বাকী, ছাত্রলীগ নেতা ক্বারী মনসুর আহমদ।
সভাগুলোতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, মোহাম্মদ আসাদুজ্জামান, সিনিয়র যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া, সাংগঠনিক সম্পাদক ছিদ্দেক আলী, দশঘর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির মেম্বার, এলাকার মুরব্বী ছুফি মিয়া, ফরুক মিয়া, কস্তাব আলী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, উপজেলা যুবলীগ নেতা জিয়াউর রহমান জিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, সহ সভাপতি সেলিম মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ বুরহান আহমদ রুবেল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, উপদেষ্টা মন্ডলীর সদস্য মাস্টার খলিলুর রহমান টুনু মিয়া, এলাকার মুরব্বী নানু মিয়া, আরশ আলী, শাইস্তা মিয়া, মাওলানা জমসেদ আলী, মতছির আলী, আওলাদ আলী, হারুন রশিদ, কালাম মিয়া, শফিক উদ্দিন, আশিক আলী, লালা মিয়া, আবদুল হান্নান, আরিফুল্লাহ, শফিউল্লাহ, আওয়ামী লীগ নেতা তজম্মুল আলী, তৈমুছ আলী, ছিদ্দেক আলী, জুয়েল খান, গয়াস মিয়া, আবদুল মতিন, আনা মিয়া, আকবর আলী, জুবেল আহমদ, আল-আমিন, উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি তাজির আলী, দশঘর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আসিদ আলী, যুবলীগ নেতা লালা মিয়া, ইউসুফ আলী, আবদুল করিম, রুহেল উদ্দিস, রাজু আহমদ খান, রুবেল মিয়া, শওকত মিয়া, রিয়াজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শিপন আহমদ, আলী আহমেদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক কামরান আহমদ, জুবায়ের আহমদ জয়, দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ছাত্রলীগ নেতা জাকির হোসেন, শাহান শাহ, হিমেল আহমদ, আবিদুর রহমান আবিদ, আশরাফ উদ্দিন, জাকির হোসেন, শিপন আহমদ, কয়েছ আহমদ, মাছুম আহমদ, পারভেজ আহমদ, ইমরান মিয়া, পারভেজ আহমদ, মাহবুবু আহমদ, আল-আমিন, জাহান, ইমদাদুর রহমান, জুবায়ের আহমদ, কবির আহমদ প্রমুখ।