সিলেট ওসমানী বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

চট্টগ্রামে বিমান ছিনতাই প্রচেষ্টার ঘটনায় দেশজুড়ে তোলপাড়ের মধ্যে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রোববার সন্ধ্যা থেকেই ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়।

ওসমানী বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন জানান, ওসমানী বিমানবন্দরের প্রবেশদ্বার থেকে শুরু করে সব স্থানে রোববার সন্ধ্যায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, চট্টগ্রামের ঘটনার পর ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তল্লাশি ও নজদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি চেকপোস্টও পরিচালনা করা হয়েছে।

ওসমানী বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি বলেন, ‘স্বাভাবিক নিরাপত্তার চেয়ে কয়েক গুণ বেশি নিরাপত্তা নেয়া হয়েছে।’

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা বলেন, ‘বিমানবন্দর কেপিআই এলাকা হিসেবে সব সময়ই বাড়তি নিরাপত্তা থাকে। শাহ আমানতের ঘটনার পর আরও সতর্ক অবস্থান নিয়েছি।’

এ বিভাগের অন্যান্য