সিলেটে আবদুল করিম সাহিত্য উৎসব শুক্রবার
সিলেটে শাহ আবদুল করিম সাহিত্য উৎসবের আয়োজন করেছে জালালাবাদ কবি ফোরাম। ২২ ডিসেম্বর শুক্রবার সকাল ৮ টা থেকে রাত ১০টা পর্যন্ত কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে এই উৎসব পালন করবে তারা।
উৎসবের উদ্বোধন করবেন কবি হেলাল হাফিজ। প্রধান অতিথি থাকবেন কবি আল মোজাহিদী। সংগীত সন্ধ্যার উদ্বোধন করবেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা। সভাপতি থাকবেন কবি কালাম আজাদ।