সিলেটে চলছে ভোটের প্রস্তুতি ভোট বেড়েছে ৩০ হাজার

মবরুর আহমদ সাজু সিলেট
আগামী একাদশ সংসদ নির্বাচনের আগে লড়াই হবে সিলেট সিটি ভোটের মাঠে। জনপ্রিয়তা যাচাইয়ে নির্বাচনী মাঠে থাকবে প্রধান দুই দল আওয়ামী লীগ-বিএনপি।  দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় সবার নজর থাকছে ভোটের দিকে দিন ধার্য হয়েছে সিটি নির্বাচনের। তফসীল ঘোষণা ১৩ জুন। নির্বাচন কমিশনের এমন ঘোষণার পর সিলেটে চলছে ভোটের প্রস্তুতি। এরই মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করে নির্বাচন কমিশনে প্রেরণ করা হয়েছে। সেই সঙ্গে কেন্দ্র নির্ধারণেও ব্যস্ত সময় পার করছেন জেলা নির্বাচনী কর্মকর্তারা। এবার সিসিক নির্বাচনে ভোটার বৃদ্ধি পাওয়ার সঙ্গে বাড়ছে কেন্দ্র ও বুথ। পাশাপাশি বাড়ছে সংখ্যা ও ভোটারও। সিলেটের আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা আলাউদ্দীন এমন তথ্য নিশ্চিত করেছেন। আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্যমতে, সিলেট সিটি করপোরেশন সিসিকে ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার ২০০। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ২৫১ জন এবং মহিলা ১ লাখ ৪৯ হাজার ৯৪৯ জন। ২০১৩ সালের পর এ কয় বছরে ভোটার বেড়েছে ৩০ হাজার ১৫৪ জন। তন্মধ্যে পুরুষ ভোটার বেড়েছে ১৪ হাজার ৭০ জন এবং মহিলা ১৬ হাজার ৮৪ জন। ওই বছর মোট ভোটার ছিল ২ লাখ ৯১ হাজার ৪৬। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৭ হাজার ১৮১ এবং মহিলা ১ লাখ ৩৩ হাজার ৮৬৫ জন। ওই সময় সিসিক নির্বাচনে ২৭ ওয়ার্ডে কেন্দ্র সংখ্যা ছিল ১২৮টি। এবার তা বেড়ে হচ্ছে ১৩৪টি। কক্ষ সংখ্যা ছিল ৮৯৬ ও অস্থায়ী ১১টি। এবার তা বেড়ে হবে সাড়ে ৯শ’। অস্থায়ী কক্ষ সংখ্যা নিয়ে এই সংখ্যা আরো বাড়তে পারে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা। বাংলাদেশ নির্বাচন কমিশন সিলেট নগরীর সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকানুযায়ী নগরীর ১নং ওয়ার্ডের মোট ভোটার ৮ হাজার ৭৬০ জন। ২০১৩ সালে এই ওয়ার্ডে ভোটার ছিল ৭ হাজার ৯৮২ জন। সে তুলনায় এই ওয়ার্ডে ভোটার বেড়েছে ৭৭৮ জন। ২ নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৬ হাজার ৭৮৩ জন। এ ওয়ার্ডে ভোটার বেড়েছে ৪৪৪ জন। ৩ নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ১১ হাজার ৮৫৯ জন। এ ওয়ার্ডে ভোটার বেড়েছে ১ হাজার ৪৭ জন। ৪ নং ওয়ার্ডে মোট ভোটার ৮ হাজার ৭৩৬ জন। এখানে নতুন ভোটার হয়েছেন আরো ৭৮০ জন। ৫ নং ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ১৯ জন। এ ওয়ার্ডে ২ হাজার ৯০১ জন ভোটার বেড়েছে।৬ নং ওয়ার্ডে মোট ভোটার ১২ হাজার ৪১০ জন। এ ওয়ার্ডে ৯০২ ভোটার বেড়েছে। ৭ নং ওয়ার্ডে মোট ভোটার ১৮ হাজার ৫৯৩ জন। এবার ভোটার বেড়েছে ১ হাজার ৬০৫টি। ৮ নং ওয়ার্ডের ভোটার ১৮ হাজার ১০১। এ ওয়ার্ডে ৭ হাজার ৬৮৬ টি ভোট বেড়েছে। ৯ নং ওয়ার্ডের মোট ভোটার ১৫ হাজার ৮৬১। এই ওয়ার্ডে ভোট বেড়েছে ৩ হাজার ৭৭টি। ১০ নং ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ৮৯৩। আর ভোট বেড়েছে ১ হাজার ৬৩৬টি। ১১ নং ওয়ার্ডের ভোটার ১২ হাজার ৯২৭। এবার ভোট বেড়েছে ১ হাজার ৩০২টি। ১২ নং ওয়ার্ডের মোট ভোটার ৯হাজার ৮৮৭। এ ওয়ার্ডে ভোট বেড়েছে ৭৫২টি।১৩ নং ওয়ার্ডে মোট ভোটার ৯ হাজার ৫৭৯। এ ওয়ার্ডে ২০১৩ সালের ভোটার ছিল ১০ হাজার ৫১৯। অর্থাৎ ভোট কমেছে ৯৪০টি। ১৪ নং ওয়ার্ডের মোট ভোট ৯ হাজার ১৯৩। এই ওয়ার্ডে ভোট বেড়েছে ২৩৫০টি। ১৫ নং ওয়ার্ডের ভোটার সংখ্যা ১০ হাজার ৩৬১ জন। এ ওয়ার্ডে ভোটার বেড়েছে ১২৯৪টি। ১৬ নং ওয়ার্ডে ভোটার মোট ৯ হাজার ৩৯৯। ওয়ার্ডে ভোটার বেড়েছে ৯৯৮টি। ১৭ নং ওয়ার্ডের মোট ভোটার ১৩ হাজার ৮২১ জন। এ ওয়ার্ডে ভোট বেড়েছে ২০৮২টি। ১৮ নং ওয়ার্ডের ভোটার ১১ হাজার ৬২২। ওয়ার্ডে ভোট বেড়েছে ১২২৪টি। ১৯ নং ওয়ার্ডের ভোটার ১১ হাজার ৫৩৯ জন। এ ওয়ার্ডে ভোটার বেড়েছে ৭২৩টি। ২০ নং ওয়ার্ডের মোট ভোটার ১০ হাজার ৫৯১। এ ওয়ার্ডে ভোটার বেড়েছে ৭৯২টি। ২১ নং ওয়ার্ডে মোট ভোটার ১১ হাজার ৯১৬ জন। ওয়ার্ডে ভোট বেড়েছে ১১৬৬টি। ২২ নং ওয়ার্ডে মোট ভোটার ১০ হাজার ১৬০ জন। এ ওয়ার্ডে ভোটার কমেছে ৭৮০টি। ২৩ নং ওয়ার্ডের মোট ভোটার ৭ হাজার ১২টি। এ ওয়ার্ডে ভোট বেড়েছে ৫২০ টি। ২৪ নং ওয়ার্ডে মোট ভোটার ১২ হাজার ৭১৬ জন। এ ওয়ার্ডে ভোট বেড়েছে ৯৭২টি। ২৫ নং ওয়ার্ডে মোট ভোটার ১২ হাজার ৫৩৩ জন। এ ওয়ার্ডে ভোট বেড়েছে ১৯৩৩টি। ২৬ নং ওয়ার্ডে মোট ভোটার ১৪ হাজার ১৪১ জন। এখানে ভোট বেড়েছে ১১৬৯ টি। ২৭ নং ওয়ার্ডে মোট ভোটার ১১ হাজার ৮৪৪ জন। এ ওয়ার্ডে ভোট বেড়েছে ৯৯৯টি।
এ বিভাগের অন্যান্য