আমি গর্বিত, আমি স্বাধীন, আমি বাংলাদেশি’
আমি গর্বিত, আমি স্বাধীন, আমি বাংলাদেশি’ ৪৭তম স্বাধীনতা দিবসে এমনভাবেই নিজের মনোভাব ব্যক্ত করলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম।
আজ ২৬ মার্চ, মুক্তিযুদ্ধের সূচনার গৌরবময় দিন- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বিশ্বের বুকে জানান দিয়েছিল বীর বাঙালি।
সে কথা মাথা রেখেই ফেসবুক পোস্টে মুশফিক লিখেছেন, ‘নিজেকে এমন একটি দেশের নাগরিক হিসেবে বলতে পারার চেয়ে গর্বের আর কিছু হতে পারে না, যে দেশটি সংস্কৃতি এবং বৈচিত্র্যে সমৃদ্ধ এবং অন্যদের প্রতি অতিথিপরায়ণ।’
১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্দ করে দেয়ার ষড়যন্ত্রে রাজধানী ঢাকাসহ সারাদেশে অপারেশন সার্চ লাইটের নামে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল। দীর্ঘ নয় মাসে মরণপণ লড়াইয়ের মাধ্যমে বাংলার দামাল সন্তানেরা এক সাগর রক্তের বিনিময়ে সে যুদ্ধে বিজয় লাভ করে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনে।
মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ গ্রহণের মধ্যদিয়ে ৪৭ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করছে দেশ।