বিয়ের পিঁড়িতে বসছেন মুমিনুল
২২ গজের ইনিংসে পরীক্ষিত ব্যাটসম্যান মুমিনুল হক। এবার নতুন ইনিংসের শুরুর পথে হাঁটছেন তিনি। বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ডানহাতি এই ক্রিকেটার। এরই মধ্যে সম্পন্ন হয়েছে বাগদান। তবে বিয়ের জন্য আরও খানিকটা সময় নিচ্ছেন এই বাংলাদেশি ‘ব্র্যাডম্যান’।
পাত্রী ফারিহার সঙ্গে দুই পরিবারের সম্মতিতে কিছুদিন আগে এক ঘরোয়া অনুষ্ঠানে বাগদান সম্পন্ন করেন মুমিনুল। ফারিহা রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
মুমিনুল জানিয়েছেন, বাগদান এখনই করে রাখা হলেও বিয়ে করবেন ২০২০ সালে। আপাতত কাজটা এগিয়ে রাখা হয়েছে।
তিনি বলেছেন, ‘মেয়ে আমার পছন্দ করা। পরবর্তীতে পরিবার থেকে আগানো হয়েছে। সবার কাছে দোয়াপ্রার্থী, যেন জীবনের বাকিটা সময় ভালোভাবে কাটাতে পারি।’
বাঁহাতি ব্যাটিংয়ের সঙ্গে স্পিনটাও মুমিনুলের হাতে বেশ ধারালো। বাংলাদেশের জার্সিতে ২০১২ সালে অভিষেকের পর থেকে খেলেছেন ২৭ টেস্ট, ২৬ ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচ। সাদা পোশাকের টেস্ট ফরম্যাটে তাকে দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান বলা হয়। কদিন আগে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করে গড়েন নতুন রেকর্ড। বাংলাদেশের পক্ষে তিনিই একমাত্র ক্রিকেটার, যার টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি আছে।