‘আমরা ভোট বর্জন করিনি, এই তামাসার ভোট বর্জন করেছি’

সিলেটের সময় ডেস্ক :

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘আমরা ভোট প্রত্যাখ্যান করিনি, এই তামাসার ভোট বর্জন করেছি। আমরা সরকারের এই ধাপ্পাবাজি, ভাওতাবাজি, ভুয়া নির্বাচন করব না।’

আজ শুক্রবার বেলা ১১টায় তার গুলশানের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এসব কথ বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, ‘অত্যান্ত দুঃখের বিষয় মানুষ ভোট চুরি করে গোপনে, অথচ বাংলাদেশে হয় প্রকাশ্যে। আজ ৫ তারিখ, প্রত্যেকটি লোক জানে কোন আসন থেকে কে এমপি হচ্ছেন। তাহলে কিসের নির্বাচন? ৭ তারিখ হবে নির্বাচনের ফল ঘোষণা। নির্বাচন তো হয়েই গেয়েছে। সে কারণেই আমরা এটাকে প্রত্যাখান করেছি।’

তিনি বলেন, ‘আমরা ভোট প্রত্যাখ্যান বা বর্জনের কথা বলেছি। সেটা আমাদের আইনগত অধিকার। মানুষ যেমন ভোট দিতে পারে, তেমনি মানুষ ভোট নাও দিতে পারে। অষ্ট্রেলিয়া এবং থাইল্যান্ড ছাড়া পৃথিবীর সব দেশেই সেই অধিকার প্রত্যেক ভোটারের আছে।’

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, ‘গণতন্ত্রের সংগ্রাম পৃথিবীর কোথাও কুসুমাস্তীর্ণ পথে হয় না। এই দেশ গণতন্ত্রের জন্য সৃষ্টি হয়েছিল। আমরা জনগণের সমর্থন নিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনবো।’

এ বিভাগের অন্যান্য