যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, আহত ৬
আন্তর্জাতিক ডেস্ক ঃ
যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় আইওয়া অঙ্গরাজ্যের একটি হাই স্কুলে বন্দুক হামলায় অন্তত ছয়জন আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার হ্যান্ডগান ও শটগানে সজ্জিত ১৭ বছরের এক কিশোর এই গুলি চালায়। এরপর নিজে আত্মহত্যা করে।
পুলিশ জানায়, ঘটনার পর স্কুলটিতে বিস্ফোরকও খুঁজে পেয়েছেন। আহত ছয়জনের মধ্যে পাঁচজন স্কুলের শিক্ষার্থী ও একজন প্রশাসনিক কর্মকর্তা।
স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। পরে পুলিশ ও সশস্ত্র ইউনিট ওই স্কুলে ছুটে যায়। এ ঘটনার পর স্কুলের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।
হাই স্কুলের ছাত্রী আভা অগাস্টাস স্থানীয় এক টেলিভিশনকে বলেছে, শুটিংয়ের সময় সে একটি শ্রেণিকক্ষে লুকিয়ে ছিল। কর্তৃপক্ষ পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে, জানানোর পরে সে দৌড়ে বেরিয়ে আসে। এ সময় সে চারপাশে কাঁচ ও মেঝেতে রক্ত দেখেছে।