বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা
খেলাধুলা ডেস্ক ঃ
এনএসসির মনোনীত কাউন্সিলর সাধারণত দুজন থাকেন।
উল্লেখ্য, রুবাবার কর্মস্থলের কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় তিনি এত দিন দায়িত্ব গ্রহণ করেননি।
বর্তমানে রুবাবা দৌলা বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০০৭ সালে বিসিবির সঙ্গে যৌথ উদ্যোগে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠায়ও তিনি সক্রিয় ভূমিকা রাখেন।
করপোরেট অঙ্গনের পাশাপাশি রুবাবার রয়েছে দীর্ঘ ক্রীড়া-অংশগ্রহণের অভিজ্ঞতা।
আজ বিসিবি পরিচালনা পর্ষদের একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেখানে রুবাবা দৌলা যোগ দিতে পারেন। এনএসসি থেকে মনোনীত আরেক কাউন্সিলর হলেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।
