ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ২৯৯ রানের লক্ষ্য ভারতের
তৃতীয়বারের মতো নারী বিশ্বকাপের ফাইনালে খেলছে ভারত। তবে একবারও স্বপ্ন পূরণ হয়নি তাদের। এবার প্রথমবারের মতো স্বপ্ন ছুঁইতে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার মেয়েদের ২৯৯ রানের লক্ষ্য দিয়েছে ভারত।
ঘরের মাঠ ডিওয়াই পাতিল স্টেডিয়ামে শুরুটাও দারুণ পায় ভারত।
মান্ধানা ফিফটি না পেলেও পেয়েছেন শেফালি। তবে ১৩ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন ভারতীয় ওপেনার।
শেফালির মতো পরে ফিফটি তুলে নিয়েছেন দিপ্তি শর্মাও। শেষ বলে রানআউট হওয়ার আগে খেলেছেন ৫৮ রানের ইনিংস।
আজ যে দলই জিতবে তারাই প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতবে। ভারতের তৃতীয়বারের বিপরীতে আইসিসির টুর্নামেন্টটির ফাইনালে প্রথমবার উঠেছে প্রোটিয়া মেয়েরা।
