ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম ধাপে সম্মত : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও হামাস তার প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম ধাপে সম্মত হয়েছে এবং বন্দি বিনিময়ের বিষয়েও একমত হয়েছে।
বুধবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে, ইসরায়েল ও হামাস উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে স্বাক্ষর করেছে। খুব শিগগিরই সব জিম্মি মুক্তি পাবে এবং ইসরায়েল একটি নির্ধারিত সীমারেখা পর্যন্ত তাদের সেনা প্রত্যাহার করবে।’
তবে মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে, চুক্তির বিস্তারিত তথ্য পরে ঘোষণা করা হবে।
এই ঘোষণা আসে কয়েক ঘণ্টা পর, যখন ট্রাম্প বলেন আলোচনাগুলো ‘খুব ভালোভাবে চলছে’ এবং তিনি এই সপ্তাহের শেষ দিকে মধ্যপ্রাচ্য সফরে যেতে পারেন। তিনি বলেন, ‘আমি সম্ভবত সপ্তাহের শেষ দিকে, হয়তো রবিবার, সেখানে যেতে পারি।
পরিকল্পনার প্রথম ধাপে যুদ্ধবিরতি এবং গাজায় আটক ৪৮ জন ইসরায়েলি বন্দির মুক্তি (যাদের মধ্যে ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে) এবং ইসরায়েলে আটক ফিলিস্তিনি বন্দিদের মুক্তির কথা বলা হয়েছে।
হামাস ইতোমধ্যে এই বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে মুক্তির জন্য তাদের বন্দিদের তালিকা জমা দিয়েছে।
সূত্র : আল জাজিরা।
