সুইস ব্যাংকে টাকার পাহাড়, যা বললেন মির্জা ফখরুল
সুইস ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ জমা হওয়ার খবর পড়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন খুব খারাপ। তিনি বলেন, ফ্যাসিস্টরা সব কিছু ধ্বংস করে দিয়ে গেছে।
শনিবার (২১ জুন) বিকেলে রাজধানীর ডিআরইউতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে পত্রিকায় একটা খবর দেখে মনটা একটু খারাপ হয়েছে।
তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। তারা নির্বাচনব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো, বিচারব্যবস্থা, আমলাতন্ত্র, শিক্ষাব্যবস্থা ও স্বাস্থ্যব্যবস্থা সব কিছু তারা ধ্বংস করেছে। চেষ্টা করা হচ্ছে এগুলোকে আবার একটা জায়গায় নিয়ে আসার জন্য।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এনসিপি আগামীকাল নিবন্ধনের জন্য আবেদন করবে। তাদের প্রতি প্রত্যাশা অনেক বেশি। নিঃসন্দেহে তাদের লক্ষ্য অর্জনে সবাই সাহায্য করবে।’
তিনি বলেন, ‘অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের সুযোগ তৈরি হয়েছে।
নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের আশা পূরণ হবে। আওয়ামী লীগ প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে দিয়েছে। এগুলো সংস্কার করতে হবে।’ সরকার ভালো কাজ করছে, ফ্যাসিবাদবিরোধী শক্তি তাদের সহায়তা করবে বলে আশাবাদ প্রকাশ করেন বিএনপির এই নেতা।