ভারতে গাছে ঝুলছিল বাংলাদেশি যুবকের মরদেহ, ১ দিন পর হস্তান্তর

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতের মেঘালয় অংশে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া বাংলাদেশি যুবক জাকারিয়া আহমদের মরদেহ একদিন পর বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ শুক্রবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্ত দিয়ে মরদেহটি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়ার জন্য বিজিবি মরদেহটি কোম্পানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, ঘটনাস্থল ভারতের অভ্যন্তরে এবং দুর্গম এলাকায় হওয়ায় মরদেহ হস্তান্তরে কিছুটা বিলম্ব হয়। পরবর্তী তদন্ত করবে বাংলাদেশ পুলিশ।

নিহত জাকারিয়া আহমদ কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের লামা গ্রামের বাসিন্দা। পেশায় শ্রমিক হিসেবে কাজ করতেন। মাত্র চার দিন আগে তার বিয়ে হয়েছিল।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে সীমান্তঘেঁষা লামা গ্রামসংলগ্ন ভারতের অভ্যন্তরে একটি গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। ঘটনাস্থলটি জাকারিয়ার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে। বিষয়টি স্থানীয়রা বিজিবি ও পুলিশকে জানালে ভারতের পিনারসালা থানা পুলিশ ও বিএসএফ মরদেহ উদ্ধারে ব্যবস্থা নেয়। রাতে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায় বিএসএফ।

ঘটনার পর নিহতের চাচা গিয়াস উদ্দিন কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন দুপুর ১টায় সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি বাংলাদেশে হস্তান্তর করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে। তবে বিষয়টি তদন্তাধীন।

এ বিভাগের অন্যান্য