সিলেট থেকে মদিনার পথে প্রথম হজ ফ্লাইট

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেট থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে এবার প্রথম হজ ফ্লাইট মদিনার উদ্দেশে উড়াল দিয়েছে। বুধবার (১৪ মে) বিকেল ৫টা ২৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রী শুরু করে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।

এর আগে বিকেল সাড়ে ৩টায় ওসমানী বিমানবন্দরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে হজ ফ্লাইটের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদসহ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরাসরি সিলেট থেকে হজ ফ্লাইট চালুর খবরে প্রবাসী অনেকে দেশে এসেছেন এই সুবিধা কাজে লাগাতে। তাদের একজন যুক্তরাজ্যপ্রবাসী ফাছরু চৌধুরী। তিনি প্রবাসে থেকে হজের নিবন্ধন করে সিলেট থেকে হজে যেতে এক মাস আগে দেশে এসেছেন। বুধবার বিকেল ৩টায় তিনি বিমানবন্দরে এসে ইমিগ্রেশন শেষ করে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘সিলেট নগরের বাসা থেকে দুপুর ২টায় বের হয়ে আধাঘণ্টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছে গেছি।

৪০-৫০ মিনিটের মধ্যে ইমিগ্রেশনের কাজ শেষ করে এখন বিমানে উঠছি। সিলেট থেকে ফ্লাইট হওয়ায় পরিবার, পরিজন-আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করে খুব সহজে এবং আনন্দের সঙ্গে হজযাত্রা করছি।’

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা ব্যবসায়ী নজরুল ইসলাম স্ত্রীসহ উদ্বোধনী ফ্লাইটে হজে যাচ্ছেন। সিলেট থেকে সরাসরি ফ্লাইট দেওয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইটে যাওয়ার কারণে আমাদের সময় বেচেছে। কষ্টও কম হচ্ছে।’

হাবের সাবেক সভাপতি জহিরুল কবির চৌধুরী শিরু বলেন, ‘সিলেট থেকে ফ্লাইট হওয়াতে সিলেটের যাত্রীদের সুবিধা হয়েছে। কারণ ঢাকা থেকে ফ্লাইট হলে হাজিদের এক দিন আগে ঢাকায় পৌঁছাতে হয়। ইমিগ্রেশন শেষ করতেও সময় লাগে। এতে কষ্ট হয় তাদের।
সিলেট থেকে ফ্লাইট হলে সিলেট অঞ্চলের যাত্রীদের ঢাকা যেতে হয় না। তাদের সময় বাঁচে, কাজও সহজ হয়।’

বিমানের সিলেট কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট অঞ্চলের হজযাত্রীদের দুর্ভোগের বিষয়টি মাথায় রেখে এবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি পাঁচটি হজ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম দিনের ফ্লাইট মদিনার উদ্দেশে ছেড়ে গেলেও বাকি ফ্লাইটগুলো সিলেট-জেদ্দা রুটে পরিচালিত হবে। ‘রোড টু মক্কা’ কর্মসূচির আওতায় ঢাকাতেই দুই দেশের ইমিগ্রেশন সম্পন্ন হলেও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গমণকারী হজ যাত্রীদের ইমিগ্রেশন সৌদি আরবেই অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী ফ্লাইটের পর বাকি চারটি হজ ফ্লাইটের শিডিউল হচ্ছে ২৩ মে বিকেল ৫টা ২৫ মিনিটে বিজি-২৩৫, ২৫ মে দুপুর ১টা ১৫ মিনিটে বিজি-৩৩১, ২৬ মে বিকেল ৪টা ৪৫ মিনিটে বিজি-২৩৫ এবং ২৯ মে বিকেল ৪টা ৪৫ মিনিটে বিজি-২৩৫ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে যাত্রা করবে।

এ বিভাগের অন্যান্য