এবার রিশাদের প্রশংসা করে যা বললেন লাহোর কালান্দার্সের মালিক
খেলাধুলা ডেস্ক ঃ
অবশেষে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হয়ে গেল রিশাদ হোসেনের। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে এই লেগ স্পিনার প্রথমবার মাঠে নামেন। যেখানে লাহোর কালান্দার্সের হয়ে অভিষেক ম্যাচেই আগুনে বোলিং করেছেন রিশাদ।
এবারের পিএসএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছিল লাহোর। তবে সেই ম্যাচে একাদশে জায়গা হয়নি রিশাদের। কিন্তু দ্বিতীয় ম্যাচে তাকে ঠিকই একাদশে ফেরায় শাহিন আফ্রিদিদের দল। আর ফিরেই ৩ উইকেট নিয়ে লাহোরকে জেতাতে রাখলেন বড় ভূমিকা। রাওয়ালপিন্ডিতে কোয়েটা গ্লাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়েছে লাহোর।
প্রথমে ব্যাট করে রিশাদের লাহোর ফখর জামান ও স্যাম বিলিংসের ফিফটিতে করেছিল ৬ উইকেটে ২১৯ রান। ৩৯ বলে ৬৭ রান করেন পাকিস্তান ওপেনার ফখর। ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যান বিলিংস ১৯ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। শেষ ওভারে ব্যাটিংয়ে নেমেছিলেন রিশাদও। ওভারের চতুর্থ বলে তুলে মেরেছিলেন তিনি। তবে একাধিক রানের সুযোগ থাকলেও ১ রান নিয়ে স্ট্রাইক দেন বিলিংসকে।
রিশাদকে সপ্তম ওভারে বোলিংয়ে আনেন লাহোর অধিনায়ক শাহিন। ৬২ রানের মধ্যে ৪ উইকেট হারালেও কোয়েটার রান রেট মন্দ ছিল না। প্রথম ওভারে ৭ রান দেন রিশাদ। নিজের করা পরের ওভারের চতুর্থ বলে রাইলি রুশোর কাছে ছক্কা হজম করেন বাংলাদেশি এই বোলার। প্রতিশোধ আসে পরের বলেই। দুর্দান্ত এক গুগলিতে বোল্ড করেন প্রোটিয়া ব্যাটারকে। কোয়েটার সেরা ব্যাটার রুশো ১৯ বলের ৪৪ রান করে ফেরেন।
এদিন টানা ৪ ওভার বোলিং করেন রিশাদ। নিজের তৃতীয় ওভারে কোনো উইকেট না পেলেও চতুর্থ ও দলীয় ১৩তম ওভারে ২ উইকেট পান রিশাদ। ওভারের প্রথম বলে দুর্দান্ত একটি লেগ স্পিনে বোল্ড করেন মোহাম্মদ আমিরকে। আর চতুর্থ ওভারে বাউন্ডারি মারতে গিয়ে তার বলে ক্যাচ তুলে দেন আবরার আহমেদ। শেষ পর্যন্ত ১৬.২ ওভারে ১৪০ রানে অলআউট হয় কোয়েটা। ম্যাচ শেষে রিশাদের বোলিং ফিগার দাঁড়ায়: ৪-০-৩১-৩।
এদিকে অভিষেকেই রিশাদের ঝলমলে পারফরম্যান্স দেখে তাকে প্রশাংসায় ভাসিয়েছেন লাহোর কালান্দার্সের অন্যতম মালিক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সামিন রানা। ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফিরে সামিন বলেন, ‘আমার বাংলাদেশি ভাইকে নিয়ে আমি কী বলতে পারি…রিশাদ, আমার মনে হয় তুমি গেম চেঞ্জার (ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছ)। তুমি যেভাবে বল করেছ, তা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছ যে এই দলের বোলিং আক্রমণই এবারের টুর্নামেন্টে সেরা।’
এর আগে লাহোরের অধিনায়ক শাহিন আফ্রিদি রিশাদের প্রশংসা করে বলেন, ‘আজ যখন আমরা রিশাদকে বেছে নিলাম…আমরা এমন একজন বোলারকে নিতে চেয়েছিলাম যে মাঝের ওভারগুলোতে উইকেট এনে দিতে পারবে। দুর্ভাগ্যজনকভাবে ডেভিড ভিসা সেটি পারেনি, রিশাদই ছিল আমাদের সেরা পছন্দ, যেহেতু আসিফ আফ্রিদি নতুন বলে বল করছিল।’
ম্যাচের পর সতীর্থ ড্যারিয়েল মিচেলের সঙ্গে আলাপচারিতায় জয়ের পেছনে রিশাদের কৃতিত্ব তুলে ধরে বিলিংস বলেন, ‘আমাদের দারুণ কিছু দক্ষ বোলার আছে।…আমার মনে হয় রিশাদ এসে যেভাবে খেলেছে সেটা দারুণ, অসাধারণ বল করেছে সে। বল স্পিন করাতে চেয়েছে রিশাদ। এই ফরম্যাটে (টি-টোয়েন্টি) রিস্ট স্পিন খুব গুরুত্বপূর্ণ। তার গুরুত্বপূর্ণ উইকেট রাইলি রুশো, খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। আমি তার জন্য খুব খুশি।’
আগামী মঙ্গলবার নিজেদের তৃতীয় ম্যাচে করাচি কিংসের বিপক্ষে মাঠে নামবে লাহোর।