সুনামগঞ্জে পানিতে ডুবে ও ট্রলি চাপায় তিন শিশু নিহত

সিলেটের সময় ডেস্ক :

 

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ডোবার পানিতে ডুবে দুই শিশু ও শাল্লা উপজেলায় ধান পরিবহনের ট্রলি চাপায় এক শিশু নিহত হয়েছে। রবিবার দুটি উপজেলায় মর্মান্তিক দুটি ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন-ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের হিজলা গ্রামে শাহীন মিয়ার ছেলে ডোবার পানিতে ডুবে সাফায়েত (৬), জয়শ্রী ইউনিয়নের হরিপুর গ্রামের মামুন মিয়া মেয়ে মীম আক্তার (৬)। অপর দিকে জেলার শাল্লা উপজেলার ৩ নম্বর বাহাড়া ইউনিয়নের নাইন্দা গ্রামের অরবিন্দু দাশের ছেলে পলক চন্দ্র দাশ (৭)।

খোঁজ নিয়ে জানা গেছে, নিহত মীমের মা ঢাকায় চাকরি করার কারনে সে দীর্ঘদিন ধরে হিজলা গ্রামে তার মামা শাহীনের বাড়িতে নানীর সাথে বসবাস করত। সকালে মীম ও তার মামা ত ভাই সাফায়েত বাড়ির সামনে খেলাধুলা করার এক ফাঁকে সবার চোখের আড়ালে দুই জনেই বাড়ির সামনে ডোবায় পড়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন দু জনকে ডোবা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে কারও কোনো অভিযোগ নেই। অপর দিকে, নিহত পলক দাশের বাবা অরবিন্দু দাশ জানান,পার্শ্ববর্তী হরিপুর গ্রামের ভূপেন্দ্র দাশের ছেলে রিপন দাশের ট্রলির নিচে পড়ে আমার বাচ্চাটি মারা গেছে। আমি তার বিরুদ্ধে মামলা করবো।

শাল্লা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজিব বিশ্বাস জানান,ট্রলির চাপা পড়ে শিশুটির মাথায় আঘাত পেয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মরদেহ হাসপাতালেই রয়েছে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন,ট্রলির চাপা পড়ে মারা যায়। মরদেহের সুরতহাল চলছে। এখনও কেউ লিখত অভিযোগ করেনি।

এ বিভাগের অন্যান্য