অনৈতিক কর্মকাণ্ডের দায়ে আবাসিক হোটেল থেকে ১২ নারী-পুরুষ আটক
কুমিল্লার সদরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকার দায়ে ১২ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
শনিবার (২৯ মার্চ) দিবাগত রাতে উপজেলার জাগুরঝুলি বিশ্বরোড এলাকার ভিশন আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান এই অভিযান পরিচালনা করেন।
এ সময় ওই হোটেল থেকে ১২ জন নারী-পুরুষকে অনৈতিক কর্মকাণ্ড, মাদক সেবনের দায়ে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল ভিশন আবাসিকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে ১২ জন নারী-পুরুষকে আটক করা হয়।