সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান মির্জা ফখরুলের
রাজনৈতিক চ্যালেঞ্জ ও সংকট উত্তরণে দ্রুত নির্বাচন দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে এ মন্তব্য করে তিনি।
নির্বাচনকেন্দ্রিক সংস্কার আগে করে নির্বাচন দিতে হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল।
তিন বলেন, দেশ কঠিন সময় পার করছে, রাজনীতিবিদ ও সরকারে থাকা সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।