যশোরে অ্যাম্বুল্যান্স-ভ্যানের সংঘর্ষে নিহত ৩
যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুল্যান্সের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে নারী ও শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।
নিহতরা হলেন— ঝিকরগাছার গদখালী এলাকার নাজমা খাতুন (৫০), একই উপজেলার বামনালি গ্রামের হাসান ইকবাল (৩০) ও রত্না খাতুন (১২)। নিহতরা সবাই ইঞ্জিনচালিত ভ্যানের যাত্রী ছিলেন।
তিনি জানান, অ্যাম্বুল্যান্সটি যশোর থেকে বেনাপোলের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারী, শিশুসহ তিনজন নিহত হয়েছেন।