অন্তর্বর্তী সরকারের সক্ষমতা দেখার জন্য স্থানীয় নির্বাচন আগে প্রয়োজন: নুর

সিলেটের সময় ডেস্ক :

 

অন্তর্বর্তী সরকারের সক্ষমতা দেখার জন্য জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

আজ শনিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে এ কথা বলেন নুরুল হক নুর।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘যে প্রস্তাবনাগুলো ইতিমধ্যে সংস্কার কমিশন দিয়েছে, সেটার ওপরে রাজনৈতিক দলগুলো মিটিং, তাদের তো প্রতিক্রিয়া থাকবে। বিশেষ করে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার একটা বিষয় আপনারা জানেন, এটা নিয়ে একটা ব্যাপক আলোচনা হচ্ছে। অনেকেই মত দিচ্ছেন যে, জাতীয় নির্বাচনের আগে বর্তমান প্রশাসনের ফিটনেস দেখার জন্য, তাদের সক্ষমতা দেখার জন্য স্থানীয় নির্বাচনগুলো হতে পারে।’

তিনি আরও বলেন, ‘ছয় মাস ধরে স্থানীয় সরকারব্যবস্থা কার্যত অচল। কোনো জনপ্রতিনিধি নেই। প্রশাসক দিয়ে আমলারা ওইভাবে সামলাতে পারছে না। আর এখানে যে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে বা অন্য দুই-এক জায়গায় বিশেষ ক্রাইটেরিয়া দেওয়া হচ্ছে, এটা আসলে কোন ক্রাইটেরিয়ায় এই ব্যক্তিরা আসবে? সেটা নিয়ে কিন্তু বিতর্ক হবে এবং নানা ধরনের জটিলতা তৈরি হবে। সেক্ষেত্রে একটা ভালো পথ হতে পারে, দ্রুত সময়ের মধ্যে, দুই-তিন মাসের মধ্যে স্থানীয় নির্বাচনটা দিয়ে নির্বাচনের ট্রেনটা চালু করে দেওয়া।’

এ বিভাগের অন্যান্য