ঠাকুরগাঁওয়ে বিদেশি পিস্তলসহ যুবক আটক
ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ সোহেল রানা নামে (৩৩) এক যুবককে আটক করেছে পুলিশ। আজ সোমবার ভোর রাতে পৌরশহরের গোবিন্দনগর এলাকা থেকে অস্ত্রসহ ওই যুবককে আটক করে সদর থানা পুলিশ। আটকৃত যুবক একই এলাকার বাসিন্দা। সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ বাজারের ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং-এ কর্মরত সে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি তার বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে। সেই ভিত্তিতে আমরা তার বাড়ি অভিযান পরিচালনা করি।