টাকা না পাওয়ায় বিদেশিদের বিদ্রোহ, দেশি ক্রিকেটার নিয়েই রাজশাহীর একাদশ

খেলাধুলা ডেস্ক ঃ

 

চলতি বিপিএল ঘিরে বিতর্ক ক্রমেই বাড়ছে। সবচেয়ে বেশি বিতর্কে জড়িয়েছে নবাগত ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী। খেলোয়াড়দের ঠিকমতো পারিশ্রমিক না দেওয়ার কারণে এরই মধ্যে তুমুল সমালোচনা রয়েছে দলটির মালিকের। এবার আরও বড় বিতর্কে নাম জড়াল রাজশাহীর।

পারিশ্রমিক না পাওয়ায় আজ রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে রাজি হননি রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। তাই বিদেশি ক্রিকেটার ছাড়াই একাদশ সাজাতে বাধ্য হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। নিয়ম অনুযায়ী, একাদশে সর্বোচ্চ চারজন ও সর্বনিম্ন দুজন বিদেশিকে খেলাতে হয়। এই ম্যাচ তাই বিশেষ বিবেচনায় খেলছে রাজশাহী।

এর আগে, হোটেলের বিল সংক্রান্ত ইস্যুতেও বিতর্কে জড়িয়েছে রাজশাহী। আজ দুপুরে নিজেদের ম্যাচের দিনই হোটেল পরিবর্তন করেছে রাজশাহী কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, হোটেল বিল বকেয়া থাকায় এমন আচমকা আবাস পরিবর্তন করতে হয়েছে।

এসব বিতর্কের মধ্যেই রাজশাহীর দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক পাওয়ার খবর পাওয়া গেছে। আজ বিকেলে সাদা খামের ছবি দিয়ে এনামুল হক বিজয় ক্যাপশন দেন, ‘অল ইজ ওয়েল, লে ঘিরে লে’। বিজয়ের পোস্ট করা সেই ছবিতে দেখা যায়নি কোনো বিদেশি ক্রিকেটারকে।

রংপুরের বিপক্ষে রাজশাহীর একাদশ

জিশান আলম, সাব্বির হোসাইন, এনামুল হক বিজয়, ইয়াসির আলি রাব্বি, আকবর আলী, এসএম মেহরাব, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ, মোহর শেখ, মৃত্যুঞ্জয় চৌধুরী ও মিজানুর রহমান।

এ বিভাগের অন্যান্য