শাহবাগে মাদ্রাসার শিক্ষকদের লাঠিপেটা, যা বললেন হাসনাত আব্দুল্লাহ
সিলেটের সময় ডেস্ক :
চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নেওয়া ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের লাঠিপেটার ঘটনায় নিন্দা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
আজ রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ এ নিন্দা জানান।
হাসনাত লেখেন, ‘ইবতেদায়ী শিক্ষকসহ বাংলাদেশে সামগ্রিক শিক্ষক সমাজ দীর্ঘদিন ধরে বঞ্চিত। ইবতেদায়ী শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের নিন্দা জানাই।এটা কোনভাবেই কাম্য নয়।’
আজ দুপুরে শাহবাগে পুলিশের লাঠিপেটায় অন্তত ৬ শিক্ষক আহত হন। তারা হলেন আনোয়ার হোসেন (৩৫), ফরিদুল ইসলাম (৩০), আমিনুল (৩৫), মিজানুর রহমান (৩৫), বিন্দু ঘোষ ও মারুফা আক্তার (২৫)। তারা ইবতেদায়ি শিক্ষক বলে জানা গেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।