ইদানীং বিএনপির বক্তব্যের সঙ্গে আগের বক্তব্যের কোনো মিল নাই : ফয়জুল করীম
বিএনপির সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘বিএনপি কেন যে ছাত্রদের থেকে আলাদা হচ্ছে, তা আমি জানি না। ইদানীং বিএনপির বক্তব্যের সঙ্গে আগের বক্তব্যের কোনো মিল নাই।’
শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের কালীরবাজার এলাকায় অবস্থিত জেলা শিল্পকলা একাডেমিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ইসলামী আন্দোলনের আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘তারা (বিএনপি) আমাদেরকেও ফ্যাসিস্টের সহকারী হিসেবে ঘোষণা দিয়েছে।
তিনি বলেন, ‘রক্ত এখনো শুকায় নাই। এখনো হাসপাতাল থেকে হাজারো রোগী বের হতে পারে নাই।
মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আরো বলেন, ‘এ দেশে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে মুসলমান। তার মধ্যে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে আলেমরা। আজও বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে টুপি পরে প্রবেশ করা যায় না। হাজারো প্রতিষ্ঠান আছে যেখানে দাড়ি রাখলে চাকরি হয় না, যেখানে বোরকা পরা যায় না। হাজারো প্রতিষ্ঠানে নামাজ পড়ার সময় দেওয়া হয় না। আমরা তো সবাই নির্বাচন চাই। এমন কোনো রাজনৈতিক দল নেই নির্বাচন চায় না। আগামীকাল যদি নির্বাচন হয় তাহলে কখনোই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ হবে না।’
তিনি বলেন, ‘সংস্কারের আগে নির্বাচন দিলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। মানুষ ভোট প্রয়োগ করতে পারবে না। আবারও দখলদারি বাড়বে। আমাদের দেশের মানুষ গরিব কিন্তু স্বাধীনচেতা। কিছুদিন আগে বিএসএফ সীমান্তে কিছু করতে চেয়েছিল, পরে দেশের সাধারণ মানুষ কাঁচি নিয়ে দাঁড়িয়ে গিয়েছিল। এরা মরতে জানে কিন্তু নত হতে জানে না। আমার মা-বোনেরা মনে করে ইসলাম আসলে হয়তো তাদের বস্তাবন্দি করে ফেলবে। কিন্তু ইসলাম আসলে তাদের মর্যাদা আরও বেড়ে যাবে। সে সমান অধিকার না, ন্যায্য অধিকার পাবে।’
জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকের প্রসঙ্গে তিনি বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের সূচনাই হয়েছিল ঐক্যের মাধ্যমে। আমরা সবার সঙ্গে ঐক্য করতে রাজি। আসলে চরমোনাইয়ের কাছে জামায়াতের আমির অফিসিয়ালি যাননি। বরিশালে তার (ডা. শফিকুর রহমান) একটা প্রোগ্রাম ছিল। চরমোনাইর একেবারে কাছে হওয়ায় সেখানে সে আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। যেহেতু তিনি একজন মেহমান। তাই একজন মেহমানের প্রতি শ্রদ্ধাশীল, আতিথেয়তা প্রদর্শন করা সুন্নাত। আমরা সে হিসেবে তাকে শ্রদ্ধা দেখিয়েছি। তবে আমরা ইসলামের পক্ষে একটা বাক্স দিতে চাই।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম প্রমুখ।