পরীক্ষা না দিয়ে পাস নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী, তদন্তে কমিটি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশ না নিয়েই পাস করেছেন গণিত বিভাগের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ঐশী। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক। বিষয়টি নিয়ে ক্যাম্পাসজুড়ে চলছে সমালোচনা চলছে।
ঐশী পরীক্ষা না দিয়েও তাকে পাস করানোর অভিযোগ উঠেছে গণিত বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিনের বিরুদ্ধে।
এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে অবিলম্বে নিরপেক্ষ প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. তানজিউল ইসলামকে আহ্বায়ক করে তদন্ত কমিটিতে সদস্য সচিব করা হয়েছে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. হান্নান মিয়া এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিককে।
ঐশীর ব্যাচমেট ইমরান বলেন, ‘এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। যদি এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তার দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে। আমরা সাধারণ শিক্ষার্থীরা কোনো নিষিদ্ধ সংগঠনের কাউকে বিশ্ববিদ্যালয়ে দেখতে চাই না। তাদের ক্লাস কিংবা পরীক্ষায় অংশগ্রহণ তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. কমলেশ চন্দ্র রায় বলেন, ‘আমি জুলাই অভ্যুত্থানের পর ওই শিক্ষার্থীকে বিভাগে কখনো দেখিনি। আমি বিষয়টি শুনেছি এবং শোনার পরই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবহিত করেছি। কারণ এই দায় বিভাগ কোনোভাবেই বহন করবে না।’
বিভিন্ন সংবাদের মাধ্যমে বিষয়টি অবগত হয়েছেন বলে জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড, শওকাত আলী।