কিডন্যাপের চেষ্টা, গাড়ি থেকে লাফ দিয়ে রক্ষা পেলেন নায়িকা নিঝুম
ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুম চলচিত্রে তিনি নিঝুম রুবিনা নামেই পরিচিত। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) উবারে করে রাজধানীর বনশ্রী থেকে ধানমণ্ডিতে যাওয়ার পথে এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তিনি। এমনকি নিজের জীবন বাঁচাতে গাড়ি দিয়ে লাফ দিতে হয়েছে তাকে।
নিঝুম নিজের ফেসবুক আইডিতে সবাইকে সতর্ক করে ঘটনার বর্ণনা দিয়ে উবারচালকের ছবি পোস্ট করেছেন তিনি।
‘আমি আজকে বাসা থেকে উবার কল দিয়েছি বনশ্রী থেকে ধানমণ্ডি যাব। হাতিরঝিলে উঠে এসে আমাকে ধানমণ্ডির দিকে না গিয়ে সে আমাকে নিয়ে যাচ্ছিল গুলশানে দিকে।
এরপর সেই ড্রাইভারের ছবি পোস্ট করে রুবিনা লেখেন, ‘এই সেই ড্রাইভার। ছবিসহ আপনাদের কাছে পোস্ট করে দিলাম। প্লিজ, সবাই একটু পোস্টটা শেয়ার করে দেন উবারে ওঠার আগে খুব চিন্তা করে উঠতে হবে।

এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে নিঝুম রুবিনা বলেন, ‘আমি নিজে গাড়ি চালাতে পারি না, আমার স্বামী গ্রামের বাড়ি গিয়েছে তাই নিজের গাড়ি রেখেই বের হতে হয়। যে কারণে বনশ্রী থেকে ধানমণ্ডি যাওয়ার জন্য আমি উবারে কল করি। উবারচালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমণ্ডির রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করে। জানতে চাইলে বলেন আপনার লোকেশনেই যাচ্ছি চুপ থাকেন। এক পর্যায়ে সে গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। আমি বিষয়টি বেগতিক দেখে একসময় গাড়ির ব্রেক পেয়ে গাড়ি থেকে লাফিয়ে পড়ি।’
নিঝুম আরো বলেন, ‘ঘটনা শোনার পরই আমার স্বামী ঢাকায় ফিরেছেন। আজ বুধবার বিকেলে হাতিরঝিল থানায় মামলা করব। এরপর এ নিয়ে সন্ধ্যায় এফডিসিতে সংবাদ সম্মেলন করব।’
নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমার দিয়ে ২০১৩ সালে চলচ্চিত্রে যাত্রা করেন নিঝুম রুবিনা। এরপর তিনি অভিনয় করেছেন ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’, ‘বেসামাল’ নামের সিনেমাগুলোতে। সর্বশেষ ‘লিপিস্টিক’ সিনেমায় তাকে দেখা গেছে। বর্তমানে আজিম খান পরিচালিত ‘দুই মা’, এবং আনোয়ার শিকদার টিটোন পরিচালিত ‘বন্ধু তুই আমার’ নামে দুটি সিনেমায় অভিনয় করছেন নিঝুম।