ইসলামী বক্তা তাহেরির নামে আরো ১ মামলা

সিলেটের সময় ডেস্ক :

 

ইসলামী বক্তা গিয়াস উদ্দিন আত তাহেরির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় আরো একটি মামলা করা হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ বাদী হয়ে বিজয়নগর থানায় মামলা করেছে।

মামলায় তাহেরিসহ ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ২০০ জনকে।

এ নিয়ে জেলায় তাহেরির বিরুদ্ধে দুটি মামলা হলো। 

শুক্রবার জেলার আখাউড়ার নিলাখাদে পুলিশের মাথা ফাটানোর পর শনিবার বিজয়নগরের ইসলামপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে তাহেরি ভক্তরা। শনিবারের ঘটনায় পুলিশের এসআই মো. ফারুক, এএসআই প্রদীপ দাস, কনস্টেবল ইউনুস মিয়া, নিজাম উদ্দিন, মহসীন কবির ও মো. শওকত আহত হন। হামলায় সরকারি গাড়ি, ভাড়ায় চালিত মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার গ্লাসসহ বিভিন্ন অংশ ভেঙে যায়।

 

শুক্রবার তাহেরির ভক্তদের হামলায় আহত হন আখাউড়া থানার এসআই মো. বাবুল মিয়া। এ ঘটনায় তাহেরীসহ ১৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে পুলিশ। বিজয়নগরের ঘটনায় ছয়জন ও আখাউড়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী জানান, বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরীর একটি মাহফিলের আয়োজন করা হয়।

এ ছাড়াও তাহেরীর বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনা মামলা রয়েছে। খবর পেয়ে পুলিশ মাহফিলে মঞ্চ থেকে তাকে গ্রেপ্তার করতে গেলে একটি বাড়িতে ঢুকে পড়ে। সেখান থেকে পেছন দিকের একটি বিল দিয়ে তাহেরি সটকে পড়েন। এ সময় তার ভক্তরা পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় রবিবার সন্ধ্যায় মামলা দায়ের করা হয়।
 

আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, গত শুক্রবার আখাউড়ার নিলাখাদে বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয়। সেখানে পুলিশ  গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে হামলা করে বাবুল মিয়া এক এসআইয়ের মাথা ফাটানোর ঘটনা ঘটে। এই ঘটনায় তাহেরিসহ ১৫ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। গ্রেপ্তার করা হয় তিনজনকে।

এ বিভাগের অন্যান্য